কবিতা
আশুতোষ দাস
স্বর্গের অমৃত লোকে
তুমি চিরজাগরুক হয়ে আছো প্রদীপের মতো
বাঙালির বুকে।
জীবন তোমার শুধু, একটা জীবন নয়, এক লড়াকু আখ্যান,
তুমি গেয়ে গেলে আমাদের কাছে সঞ্জীবনী
সৃষ্টির অমৃত গান।
ফুলে ফুলে হউক তোমার যাত্রা শোকাহত
দিনে,
আমরা এখন গর্বে মস্তক তুলছি তোমার সৃষ্টির ঋণে।
(কিংবদন্তি অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, বাচিক শিল্পী, কবি সৌমিত্র চট্রোপাধ্যায়কে তারই প্রয়াণে, শ্রদ্ধা ও ভালোবাসায়।)
কোন মন্তব্য নেই