Header Ads

বীর শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেশব ক্লাবের প্রদীপ প্রজ্বলন

 

সুব্রত দাস, বদরপুর : শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি। আর এই দীপাবলীর শুভ উৎসবে প্রহরারত সেনা জওয়ানদের উদ্দেশ্যে দেশবাসীকে প্রদীপ জ্বালানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করায় গুলিবর্ষণে পাঁচজন জওয়ান শহীদ হয়েছেন। এমনকি ভারতীয় সেনাদের পাল্টা জবাবে পাকিস্তান অনেক সেনারাও নিহত হয়েছেন। এই দিওয়ালিতে দেশকে ভয়-ভীতিহীন মেজাজে পাহারা দিয়ে রক্ষা করছেন যে জওয়ানরা তাদের স্যালুট জানিয়ে আজ "কেশব ক্লাব" প্রদীপ প্রজ্বলন করেন। কেশব ক্লাবের সম্পাদক সুব্রত কুমার মালাকার বলেন, জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য আজ আমরা ঘরে শান্তি সুখে থাকতে পারচ্ছি, তাদের এই ঋণ আমরা ভারতবাসী কোন দিন সুদ করতে পারব না। এই প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এস দাস, সহ-সভাপতি বাপ্পা দাস, কোষাধ্যক্ষ নির্মল দাস, শুভম মণ্ডল, দিবাকর দাস ও অন্যনরা।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.