Header Ads

রাষ্ট্রীয় ক্যান্সার দিবসের গুরুত্ব বদরপুরে....


 

সুব্রত দাস, বদরপু্র : নেহেরু যুব কেন্দ্র করিমগঞ্জের উদ্যোগে ও ভারত যুব বিকাশ ক্লাবের সহযোগিতায় গত শনিবার বদরপু্র রিটায়ার্ড কলোনিতে রাষ্ট্রীয় ক্যান্সার দিবস পালন করা হয়।এতে নিমন্ত্রিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক তনুশ্রী দে, মধুমিতা দাস, বিজেপি আসাম মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য, সমাজসেবী তরুণ গুহ।  অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক সহ সমাজসেবকরা ও বিভিন্ন বক্তারা ক্যান্সার থেকে বাঁচার উপায় তৎসঙ্গে ক্যান্সার হওয়ার লক্ষণগুলি এবং কী কী সেবনের মাধ্যমে ক্যান্সার হতে পারে তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেন।  অনুষ্ঠানে এলাকাবাসীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বলে জানা গেছে।  তাছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা দীপক দাস, আইনজীবী বিশ্ববরণ বড়ুয়া, ভারত যুব বিকাশ ক্লাবের সভাপতি মিঠুন সরকার, সম্পাদক অঙ্কিতা সরকার, দীপ মালাকার, বহ্নি রায়, নন্দা দে, রূপ দাস, বিরাজ দাস সহ অন্যান্যরা। এছাড়াও রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক এনওয়াইকে মিলে অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করেন বলেও প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.