ব্যাঙ্ক অব বরোদার ডেপুটি রিজিওন্যাল ম্যানেজার হিসেবে উন্নীত হলেন তিমির কান্তি সাহা
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : ব্যাঙ্ক অব বরোদা-র ডেপুটি রিজিওন্যাল ম্যানেজারের পদে উন্নীত হলেন তিমির কান্তি সাহা। জানা যায়, এতো দিন যাবৎ কলকাতায় সিনিয়র
ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কার্যরত ছিলেন তিনি। বর্তমানে পদোন্নতির সাথে বর্ধমান
জেলার ক্ষেত্রেও কাজ দেখবেন তিমির কান্তি সাহা বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা
গেছে।
কোন মন্তব্য নেই