যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেই হয় তাহলে পাকিস্তানে চলে যানঃ পূর্ণ চন্দ্র মণ্ডল
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ 'যদি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতেই হয় তাহলে পাকিস্তানে চলে যান। ভারতের মাটিতে থেকে পাকিস্তান জিন্দাবাদের নারা মানা হবে না।' রবিবার বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা আয়োজিত বিজয়া সম্মেলনে এসে সম্প্রতি শিলচর বিমান বন্দরে ইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সমর্থক দ্বারা 'পাকিস্তান জিন্দাবাদ' নারার তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে হুংকার দিয়ে একথা গুলো বলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সংঘটন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল। তিনি আরও বলেন, আমরা যে দেশে বসবাস করছি, সে দেশের নাম ভারতবর্ষ। যাকে আমরা বিভিন্ন নামে জানি। আর সেই দেশ আমাদের কাছে মাতা স্বরূপ। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যাকে মা বলে সম্ভোধন করা হয়। ভারতবর্ষ এমন একটি দেশ, যাকে বিশ্বের মধ্যে মাতা হিসেবে সম্ভোধন করা হয়। কেন ভারতবর্ষকে মা হিসেবে সম্ভোধন করা হয় ? কারণ নিজের জন্মদাত্রী মা যেমন নিজের সন্তানকে সমস্ত কিছু উজাড় করে দেয়, এই দেশ মাতা, ভারত মাতা, সন্তানদের জন্য সমস্ত কিছু উজাড় করে দিয়েছেন। আমাদের দেশে ছয়টি ঋতু বিরাজ করে, যা অন্য কোথাও নেই। আমাদের দেশ অতি পুণ্যের দেশ। পৃথিবীর কোনো দেশে এমন বৈচিত্র্য আমরা দেখতে পাই না। পূর্ণ চন্দ্র মণ্ডল এভাবেই তাঁর বৌদ্ধিকের মাধ্যমে ভারতবর্ষের ইতিহাস তুলে ধরে হিন্দু বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিনে প্রথমে 'শ্রীরাম জয়রাম, জয় জয় রাম' ভজনের পর অতিথিদের প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর পরিচয় পর্ব করিয়ে দেন বিভাগ সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব। প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন পশ্চিম কাছাড় জেলা সহ সভাপতি কল্লোল ভট্টাচার্য্য। তিনি বিজয়া সম্মেলনের উদ্যেশ্য ব্যাখ্যা করেন। ব্যক্তিগত গীত পরিবেশন করেন চম্পা দাস। এরপর প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তুনু নায়েক। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা সভাপতি পরেশ চন্দ্র পাল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম কাছাড় জেলা সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, গুরুদ্বারের বাবাজি বলদেব সিং, দুর্গা বাহিনী প্রান্তের দায়িত্বপ্রাপ্ত পাপিয়া ভট্টাচার্য্য, মাতৃ শক্তি সংযোজিকা চন্দ্রা দাস, কালাইন প্রখণ্ডের সভাপতি প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা সহ সম্পাদক বলরাম বৈষ্ণব, প্রচার প্রমুখ শমীন্দ্র পাল, নন্দিতা দেবী প্রমুখ। এছাড়া আরএসএস, বজরং দলের কর্মকর্তা, পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, বিজেপি কালাইন মণ্ডলের কর্মকর্তা সহ কাটিগড়ার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত হন। সম্পূর্ণ কোভিড বিধি মেনে বৃহৎ সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে এদিনের বিজয়া সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছেবলে জানিয়েছেন সংঘটনের কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই