সিপিআইএমএল কি তৃণমূলের প্রতি নরম মনোভাব পোষণ করে?
বিশেষ প্রতিনিধি, কলকাতা : বিহারের ভোটে ১৯টি আসনে লড়ে ১২টি আসনে জয়লাভ করে সিপিআইএমএল রেকর্ড গড়ে পশ্চিমবঙ্গের রাজ নীতিতে নতুন এক
বিতর্কের সৃষ্টি করেছে। কারণ লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য সাংবাদিক
সম্মেলনে তৃণমূল বিজেপি এক নয় বলে মন্তব্য করে সিপিএম-কে চটিয়েছে, তৃণমূল ভালো পেয়েছে। সৌগত রায়, সুখেন্দু শেখর রায়
প্রমুখরা দীপংকরবাবুর ব্যাখ্যায় খুশি হয়েছেন। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে
রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হরণ করছে। নানা ক্ষেত্রে দুর্নীতি, বিজেপিকে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। এই সব অভিযোগ স্মরণ করিয়ে দিলে দীপঙ্করবাবু
বলেছেন, বিজেপি সবচেয়ে বড় বিপদ, সিপিএম সহ বামপন্থী দলগুলোর উচিত তৃণমূলকে নয়
বিজেপিকে পরাভূত করতে হবে। কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতি, দেশে অর্থনেতিক দুরবস্থা সব কিছুর জন্যে বিজেপি
দায়ী, তৃণমূল নয়। তবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়তেই হবে।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা সিপিআই লিবারেশন তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসতে সাহার্য্য
করছে না তো?
কোন মন্তব্য নেই