চারু ও চিত্রকলার নবীন ব্যক্তিত্ব চিত্রকর আব্দুল সালাম খান
নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লি : বর্তমান সময়ে অঙ্কন ও চিত্রকলায় স্নাতকোত্তর
ডিগ্রীর পাশাপাশি ভিজ্যুয়াল আর্ট ও চারুকলায় পিএইচডি অর্জন করার প্ৰচেষ্টায়ে
নিয়োজিত সুদক্ষ চিত্রকর্মের অধিকারী হলেন ওড়িশার কটক-এর নবীন চিত্রকর আব্দুল
সালাম খান। উনার শিল্পকর্মগুলি বিভিন্ন মর্যাদাপূর্ণ আর্ট গ্যালারীতে বিশেষকরে
নেহেরু সেন্টার (মুম্বাই), জাতীয় গ্যালারী
রবীন্দ্র ভবন (নয়া দিল্লি), চিত্রকলা পরিষদ
(বেঙ্গালুরু), স্টেট আর্ট
গ্যালারী (হায়দরাবাদ), জওহর কলা কেন্দ্র
(জয়পুর) প্রদর্শিত হয়েছে। সারাদেশে তিনি আজ অবধি প্রায় ১১ টি একক এবং ৭১ টি গ্ৰুপ শো সহ ৯ টি জাতীয় এবং ৭ টি
আন্তর্জাতিক আর্ট কর্মশালায় ও অংশগ্রহণ করেন বলে জানা গেছে। তাছাড়া, সংস্কৃতি মন্ত্রক (ভারত সরকার) কর্তৃক ২০১১-১২ সালে উনাকে চিত্রাঙ্কণে জুনিয়র
ফেলোশিপ তথা জাতীয় পুরস্কারের মতো বেশ কয়টি মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মান
প্রদান করে। বিভিন্ন সময়ে ভারতবর্ষের বাইরে বিদেশি সরকার কর্তৃক ও বিভিন্ন
মর্যাদাপূর্ণ পুরস্কার তথা সম্মান লাভ করেন চিত্রকর আব্দুল সালাম খান বলে জানা
গেছে। উনার সাম্প্রতিক কাজটি ৩৩তম ভারতীয় লোকমান্য তিলক শিল্প প্রদর্শনী তিলক
ফাউন্ডেশন (পুনে) এবং ২০১৯ সালে ৩৪তম ওড়িশা রাজ্য ললিতকলা একাডেমির বার্ষিক
প্রদর্শনীতে নির্বাচিত হয়। এবছর জানুয়ারীতে অন্ধ্রপ্রদেশ,
আমলাপুরম, কনসীমা চিত্রকলা
পরিষদ এবং ৩০তম আন্তর্জাতিক আর্ট প্রদর্শনী পুরস্কারে আর্ট লিজেন্ড আ্যওয়ার্ড লাভ
করেন তিনি। এবছর জুলাই মাসে কর্ণাটকের গুলবার্গে ইন্ডিয়ান রয়্যাল একাডেমি কর্তৃক
আয়োজিত "কোভিড-১৯" শীর্ষক আন্তর্জাতিক অনলাইন পেইন্টিং প্রদর্শনীতে
সেরা ১৪৫টি সেলিব্রেটেড পেইন্টিংসে "আজকের ভারত" শীর্ষক পেইন্টিং এবং
আন্তর্জাতিক অনলাইন পেইন্টিং এর ললিতকলা প্ররোধনী, পুনেতে রেট্রো টু মেট্রো প্রদর্শনীর শিরোনামে
পুরস্কার লাভ করেন চিত্রকর আব্দুল সালাম খান। চিত্রকর আব্দুল সালাম খানের আসন্ন
প্রদর্শনীগুলি এবছর ডিসেম্বরে মুম্বাইয়ের বাজাজ আর্ট গ্যালারী এবং পরবর্তীতে
লণ্ডনের নেহেরু সেন্টারে প্রদর্শীত হতে চলেছে বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই