Header Ads

বিহাড়া ও ডলু সরস্বতী শিশু নিকেতনে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ সংঘ পরিবারের শৈক্ষিক সংগঠন বিদ্যাভারতী দক্ষিণ আসাম প্রান্ত পরিচালিত বিহাড়া ও ডলু সরস্বতী শিশু নিকেতনে শুক্রবার আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয়। ডলু সরস্বতী শিশু নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা থানার ওসি খড়গেশ্বর বরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সহ সম্পাদক দিলীপ কুমার নাথ, আরএসএসের পশ্চিম কাছাড় জেলা কার্যবাহ অভিজিৎ দাস, অয়ন চক্রবর্তী, স্বপন মেহেতা প্রমুখ। এদিন প্রথমে প্রধান অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। পরে বিদ্যার্থীরা পরিবেশন করে সরস্বতী বন্দনা। বিদ্যালয়ের প্রধানাচার্য বিবেকানন্দ দেবপুরকায়স্থ অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। প্রধান অতিথির বক্তব্যে পর বিদ্যালয়ের আচর্যা সুপ্রিয়া দাস একক গীত পরিবেশন করেন। আচার্য নীলাঞ্জন চক্রবর্তী দ্বারা ধন্যবাদ জ্ঞাপনের পর কল্যাণ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এদিকে বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন আয়োজিত অনুষ্ঠানে  বিদ্যার্থীদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মহান ক্রান্তিকারী বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যার্পন করেন কুলমানি মিশ্র। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে বিদ্যার্থী অরিজিৎ ধর ও আচার্যা সুমিলা রায়। অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিদ্যালয়ের আচার্য বনমালী শুক্লবৈদ্য। দক্ষিণ আসাম প্রান্তের প্রান্তীয় ধর্ম জাগরণ প্ররিযোজনা প্রমুখ কুলমনি মিশ্র বিরসা মুন্ডার কর্মজীবনের বিষয়ে সারগর্ভ বক্তব্য প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আচার্যা বিভা রানী শর্মা, পাপিয়া দাস, দীপশিখা দাস, তনুশ্রী দাস, সুমিলা রায়, অপর্ণা শুক্লবৈদ্য প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.