Header Ads

কিন্নরদের সঙ্গে অভদ্র আচরণ বদরপুরে,মামলা

নয়াঠাহর প্রতিবেদন, বদরপুর: বদরপুর রেল শহর বিভিন্ন অসামাজিক কার্যকলাপে ধীরে ধীরে পতিপাপন্ন হচ্ছে। এমনই অভিযোগ বিভিন্ন সংগঠনের।এবারে কিন্নর নির্যাতনের এক ঘটনা প্রকাশ্যে এসেছে।আর এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের আয়াম দুর্গা বাহিনী। এনিয়ে রবিবার কিন্নর সম্প্রদায়ের রুমিকা চক্রবর্তী কয়েকজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দিয়েছেন।দীর্ঘদীন থেকে তার শিষ্যদের নিয়ে সেখানে বসবাস করছেন।কিন্তু অভিযুক্তরা দীর্ঘদীন থেকে কিন্নরদের সাথে অভদ্র আচরণ করে আসছে। পাশাপাশে প্রায়ই প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রবিবার সকালে রুমিকার এক শিষ্যর সাথে অভদ্র আচরণ করে অভিযুক্তরা। তার গায়ে হাত দিয়ে অপমানিত করে বলে গুরুতর অভিযোগ। এদিন সন্ধ্যায় এ বিষয় নিয়ে তীব্র নিন্দা জানান সহ-সভানেত্রী রুমা শীল,শক্তিরাণী দাস, সঙ্গীতা পাল,লাহতি সানোয়াল,পুর্ণিমা সানোয়াল,সবিতা পাল,সিধু নারায়ণ ও প্রমুখ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.