Header Ads

রাজ্যে ফের করোনায় ৪ জনের মৃত্যু, ৯৪৭ জনে বৃ্দ্ধি কোভিড সংক্ৰমণ

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ সোমবার রাজ্যে করোনা সংক্রমণে ফের চারজনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে কোভিড সংক্রমণের ফলে মৃত্যু হওয়া লোকের সংখ্যা ৯৪৭ জনে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইটারে এই তথ্য প্রকাশ করেছেন।

রাজ্যে কোভিড সংক্রমণের ফলে মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ক্রমেঃ কামরূপ মেট্রোর মদন কুমার ছেত্রী(৬০), নগাঁওর নরদেব মহন্ত(৭৫), গোয়ালপাড়ার আল্পনা রায়(৪২) ও বরপেটার হেমন্ত কুমার দাস(৬৫)।

সোমবার, রাজ্যে ফের ৩২৮ জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

অসমে সোমবার সম্পন্ন হওয়া মোট ২৮৫২৬টি করোনা পরীক্ষায় ৩২৮জন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে।

অন্যদিকে, অসমে সোমবার ৫০৮ জন কোভিড রোগী চিকিৎসার শেষে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাজ্যে বর্তমান ৬৩২৮ জন সক্ৰিয় কোভিড রোগী রয়েছেন। মোট করোনা সংক্রমিত রোগী ২০৯১১৭ জন এবং সুস্থ হয়ে উঠেছেন এমন রোগীর সংখ্যা হচ্ছে ২০১৮৩৯ জন। 

এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯০৩ জন।

এ নিয়ে দেশে সর্বমোট কোভিড-১৯ এ আক্রান্ত হলেন ৮৫ লক্ষ ৫৩ হাজার ৬৫৭ জন।

কোভিড পরিসংখ্যানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৯ লক্ষ ৬২ হাজার জন। 

ইউরোপের বেশ কিছু দেশে ফের করোনার ঢেউ আছড়ে পড়ার জন্যে লকডাউন দিতে বাধ্য হয়েছে সরকারগুলো। তবে এই ইউরোপ এবং আমেরিকার তুলনায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যুহার অনেক কম। গত ২৪ ঘণ্টায় ৫০০-র কম ব্যক্তি সংক্রমণে মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী সংখ্যাটা ৪৯০ জন। এ পর্যন্ত ভারতে সর্বমোট ১ লক্ষ ২৬ হাজার ৬১১ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

ভারতে করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা বেশ আশাব্যঞ্জক। এযাবৎ দেশে মারণ করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ লক্ষ ১৭ হাজার ৩৭৩ জন। এটি গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারতে মোট করোনা আক্রান্তের সাড়ে ৯২ শতাংশ মানুষই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৪০৫ জন। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি হওয়ার জন্যে কমছে সক্রিয় রোগীর সংখ্যা।  বর্তমান দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হচ্ছে ৫ লক্ষ ৯ হাজার ৬৭৩ জন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.