উত্তপ্ত ত্রিপুরা কাঞ্চনপুর : পানিসাগরে পুলিশের গুলিতে নিহত এক
অনুপম পাল, বালিপিপলা : মিজোরাম থেকে আসা রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের প্রতিবাদে যৌথ আন্দোলন কমিটি এবং নাগরিক সুরক্ষা মঞ্চের ডাকা বন্ধের প্রভাব ছিল পুরো কাঞ্চনপুর মহকুমা এলাকায়। সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠান ছিল বন্ধ। অনির্দিষ্টকালের এই বন্ধের প্রভাব পানিসাগরেও এসে পড়ে। জানা যায়, দুই গোষ্ঠীর পক্ষ থেকে আন্দোলনের স্বপক্ষে হুঁশিয়ারি ও দেওয়া হয়। জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, প্রত্যন্ত কাঞ্চনপুর মহকুমা সহ বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলেও জানা গেছে। তাছাড়া, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ভয়ানক রূপ নেয় পানিসাগর মহকুমা এলাকা। কাঞ্চনপুরের আন্দোলনকারীরা পানিসাগরের রেলপথ ও সড়কপথ অবরোধ করেন। তাছাড়া জামটিলা তেমাথা এলাকায় আন্দোলনকারী এবং ত্রিপুরা পুলিশ বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন অসংখ্য আন্দোলনকারী। এর মধ্যে একজন দমকলকর্মীও ছিলেন বলে জানা গেছে। এছাড়া ত্রিপুরা পুলিশের গুলিতে শ্রীকান্ত দাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পানিসাগর এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার সমস্ত মহকুমা, থানা ও ব্লক এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে। এমতাবস্থায় কাঞ্চনপুর এলাকার বাঙালিরা বাড়ি ঘর ছেড়ে উদ্বাস্তু হয়ে আছেন বিভিন্ন জায়গায় এবং প্রচণ্ড নিরাপত্তা হীনতায় ভুগছেন তারা। এমন পরিস্থিতিতে ত্রিপুরা সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই