Header Ads

চলে গেলেন অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ

ছবি, সৌঃ আন্তর্জাল

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটি, ২৩ নভেম্বরঃ চলে গেলেন অসমের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বর্ষীয়ান কংগ্ৰেস নেতা তরুণ গগৈ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। প্ৰায় দুমাস আগে তিনি অতিমারি কোভিড-১৯ আক্ৰান্ত হয়ে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর গত ২৬ অক্টোবর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ৩০ অক্টোবর আবার তাঁকে জিএমসিএইস-এ ভর্তি করানো হয়। দীর্ঘদিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানেন তিনি।  সোমবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমের কাছে প্ৰকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। তাঁর মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সনোয়াল। পিতৃহারা হয়েছেন বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন তিনি। সরকারি সব ধরনের কাজকর্ম স্থগিত রেখে ডিব্ৰুগড় থেকে বিশেষ বিমানে করে তিনি গুয়াহাটি ফিরে আসেন। রবিবার রাত থেকেই প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর শারীরিক অবস্থার দ্ৰুত অবনতি হয়। তাঁকে মিউজিক থেরাপি দেওয়া হয়। কিন্তু  সব ব্যবস্থাকে ছাপিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। দেশের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ইন্দিরা, রাজীব গান্ধীর নেতৃত্বে বহু কাজ করেছেন তিনি। তিনি অসম তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্ৰ ছিলেন। তাঁর চলে যাওয়ায় গোটা রাজ্যে শোকের ছায়া বিরাজ করছে। 

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর মৃত্যুতে গভীর শোক প্ৰকাশ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী, স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ সমেত বিভিন্ন নেতা মন্ত্ৰী। 

প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা সাংবাদিকদের জানিয়েছেন- প্ৰদেশ কংগ্ৰেস কার্যালয়ে তিন দিন দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। ৩ দিন পর্যন্ত সমস্ত সভা স্থগিত রাখা হয়েছে। আজ রাত প্ৰয়াত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর জিএমসিএইচ-এ রাখা হবে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সকালে তাঁর দেহ সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এরপর সচিবালয়েও তাঁর দেহ নিয়ে যাওয়া হবে। শংকরদেব কলাক্ষেত্ৰে বাবার দেহ রাখার ইচ্ছা প্ৰকাশ করেছেন পুত্ৰ গৌরব গগৈ। গোটা পরিবারের হয়ে সরকারের কাছে এই আবেদন করেছেন তিনি। বিকেলে সাধারণ মানুষের জন্য শ্ৰদ্ধা জানাতে রাখা হবে। ২৬ নভেম্বর তাঁর অন্ত্যেষ্টি ক্ৰিয়া সম্পন্ন হবে। তবে শেষ ক্ৰিয়া সম্পন্ন করার আগে মন্দির, মসজিদ, গীর্জা সমেত বিভিন্ন ধর্মীয় প্ৰতিষ্ঠান পরিক্ৰমা করিয়ে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীর শেষ কাজ সম্পন্ন করা হবে। গুয়াহাটিতেই তাঁর শেষ কাজ সম্পন্ন করা হবে।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.