জনশিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় হস্তশিল্প প্রদর্শনী ও মেহেন্দি উৎসব শিলচরে
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : দীপাবলি উপলক্ষে গতকাল জনশিক্ষন সংস্থান শিলচর-এর পক্ষ থেকে শহরের ইলোরা হোটেলের সভাগৃহে এক হস্তশিল্প প্রদর্শনী ও মেহেন্দি উৎসব আয়োজিত হয়। এ উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের সূচনা করেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। উৎসবে জনশিক্ষন সংস্থানের সঞ্চালক শৌভিক দাস চৌধুরী তার স্বাগত ভাষণে হিন্দু ধর্ম অনুসারে এ বছর সবাইকে বিদেশি আলোকসজ্জার বস্ত তথা বিদেশি প্রদীপ ইত্যাদি ব্যবহার না করে স্বদেশে নির্মিত বস্ত ব্যবহার করার উপর গুরুত্ব দেন এবং যাতে দেশের মানুষেরা আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে উপযোগী হন, সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। পরবর্তীতে সাংসদ রাজদীপ রায় উৎসবে উপস্থিত সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Be-Indian, Buy-Indian শ্লোগানটির রেশ টেনে দীপাবলিতে সবাইকে হাতে তৈরি মাটির প্রদীপ ব্যবহার করার পরামর্শ দেন এবং এতে স্থানীয় মৃৎশিল্পীদের আয় উপার্জন বাড়বে বলে আশা ব্যক্ত করেন। তাছাড়া, প্রদর্শনীতে জনসংস্থানের মহিলারা নিজের হাতে তৈরি মাস্ক, গামছা, স্কুলব্যাগ, বিভিন্ন রকমের আচার, বিভিন্ন রঙের প্রদীপ ও গৃহসজ্জার হরেক রকম সামগ্ৰী প্রদর্শন করেন বলে জানা গেছে। এবং প্রদর্শনীতে রাখা প্রায় সবকটি রঙিন প্রদীপ সাংসদ রাজদীপ রায় ক্রয় করেছেন এবং
জনশিক্ষন সংস্থানের পক্ষ থেকে নেওয়া এধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান বলেও জানা গেছে। এছাড়া উক্ত প্রদর্শনীতে জনশিক্ষন সংস্থানের রাজর্ষি দাস, শ্যামলী দেব, প্রিয়াঙ্কা দাস ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান ও পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বর্ণালী ঘোষ। এছাড়াও প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি রসরাজ দাস, সুনন্দা নন্দী পুরকায়স্থ, প্রেরণা ভারতীর সম্পাদক সীমা কুমার সহ প্রমুখরা l
কোন মন্তব্য নেই