প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সত্যস্থানন্দজী মহারাজ
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গত শনিবার রাত আনুমানিক ৮টায় পাঞ্জাব থেকে লক্ষ্মৌ আসার পথে এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সত্যস্থানন্দজী মহারাজ। জানা যায়, মহারাজজী বর্তমানে সিমলা (হিমাচল প্রদেশ) আশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে এর আগে বেশ কয়েক বৎসর তিনি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাছাড়া, অত্যন্ত কর্মতৎপর হিসেবে উনার খ্যাতি ছিল সর্বজন বিদিত। শুধু তাই নয়, গান, বাজনা সহ বহুবিধ গুনের অধিকারী থাকার পাশাপাশি একজন সুবক্তা হিসেবেও সবার কাছে খুব প্রিয় ছিলেন তিনি। তাছাড়া, শিলচর থাকাকালীন হাইলাকান্দি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উন্নতিকল্পে নানাবিধ পরামর্শ প্রদান এবং নতুন আশ্রমের শিলান্যাস ও করেন তিনি। এককথায় উপত্যকার প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনের সঙ্গে উনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনার আকস্মিক প্রয়াণে গতকাল হাইলাকান্দি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির ভক্তবৃন্দরা সন্ধ্যারতির পর এক শোকসভায় মিলিত হয়ে পরলোকগত মহারাজজীর আত্মার চিরশান্তি কামনা করে ২ মিনিট শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করেন বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।
কোন মন্তব্য নেই