Header Ads

রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামকে সাংস্কৃতিক মঞ্চ হিসাবে গড়ে তোলার দাবিতে কান্দিতে অবস্থান ধর্মঘট

 কান্দি শহরে "ঝড়ের খেয়া" নামক পত্রিকা উন্মোচন

নয়া ঠাহর প্রতিবেদন, কান্দি : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক কান্দি শহরে আজ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামকে সাংস্কৃতিক মঞ্চ গড়ে তোলার দাবিতে কান্দি মহকুমার ২৬টি সংগঠনকে নিয়ে গঠিত সাংস্কৃতিক সমন্বয় কমিটি আজ সকাল ১০টা থেকে বিকাল টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করে। হালিফক্স হলের কাছে নির্মীয়মান অডিটোরিয়ামের সামনে এই ধর্মঘট পালন করা হয়। কান্দি জেল রোডের বাসিন্দা অসমের সাংবাদিক অমল গুপ্ত আজ ঝড়ের খেয়াশীর্ষক নামে এক ত্রিমাসিক নাট্য পত্রিকা উন্মোচন করেন। তিনি সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। শ্যামল সরকার, পঞ্চানন দাস প্রমুখ ব্যক্তিরা বক্তব্য রাখেন। গান, কবিতা প্রভৃতির মাধ্যমে আন্দোলনের ডালি সাজানো হয়েছিল। শংকর দাসের সম্পাদিত ঝড়ের খেয়া ৪ পৃষ্ঠার পত্রিকাটিতে জেলার বিশিষ্ট নাট্যকর্মী পঞ্চানন দাস সফদার হাশমির আবক্ষ মূর্তি স্থাপন প্রসঙ্গে কলম ধরেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.