Header Ads

দত্তপুরে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত মাতৃ-মণ্ডলী


সুব্রত দাস, বদরপুর : মাত্র কয়েকদিন পর আলোর উৎসব দীপাবলি।এই উৎসব নিয়ে ঘরে ঘরে কত না আয়োজন কেহ মোমবাতি,প্রদীপ,টোনিলাইট এখন থেকে কিনে রাখছেন।পুরনো দিনে শুধু দীয়ার প্রচলন ছিল কিন্তু আধুনিকের গেরাকলে মাটির প্রদীপ এর গুরুত্ব হারিয়ে গেছে।তবুই পেশাধারী মৃৎশিল্পীরা এখন দিন রাত এক করে মাটির প্রদীপ তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন।বদরপুর বিধানসভার একমাত্র দত্তপুর গ্রামের চল্লিশ বছর থেকে মাটির বাসন তৈরি করে যাচ্ছেন গ্রামের বেশির ভাগ মানুষ। তাদের উপার্জনের একমাত্র রাস্তা এটাই,তাই তারা নারী-পুরুষ সবাই মিলে প্রদীপ বানাতে ব্যস্ত কারণ সামনে দীপাবলি। তারা জানায় সরকারী তেমন কোন সাহায্যে ছাড়াই পেটের তাদিকে কাজ করে যাচ্ছেন । অর্থের অভাবে হাতে তৈরি করা যন্ত্রের সাহায্যে মাটির বাসন তৈরি করেছে কিন্তু তেমন মুনাফা লাভ করতে পারেন না। ফলে দরিদ্রতাকে সঙ্গী করে দিনযাপন করতে হচ্ছে।তাদের অভিযোগ গত বিশ বছর ধরে এই করে যাচ্ছে কিন্তু কোন নেতা মন্ত্রী বিধায়ক এমনকি পঞ্চায়েত প্রতিনিধিরা তাদের খোঁজ নিতে এই গ্রামে পা মাড়াননি। তাদের দাবি সরকারী সাহায্যের। যদি আর্থিক সাহায্যে তাদের কপালে জুটে তাহলে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে মুনাফা বেশী অর্জন করতে পারবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.