বিজেপিতে ৩০ জন যুবক-যুবতী যোগদান করিমগঞ্জে
সুব্রত দাস, বদরপুর(করিমগঞ্জ) : ২১'শের নির্বাচন সামনে আসতেই সকল রাজনৈতিক দল কমর কঁষে মাঠে নেমে পড়েছে।প্রত্যেকটি দল নিজের শক্তি বৃদ্ধিতে তৎপরতা শুরু করে দিয়েছে।এক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি।দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ শহর মণ্ডলের সভাপতি দিবাকর কাপালির নেতৃত্বে শহরের সুভাষনগর ও লক্ষীনগর রোডের প্রায় ৩০ জনের অধিক যুবক-যুবতী বিজেপি আদর্শে অনুপ্রেণিত হয়ে দলে যোগদান করেন।এই উপলক্ষে দলের জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্ত্যব রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জনকল্যাণকামী প্রকল্পগুলো তুলে ধরেন এআইডিসি চেয়ারম্যান মিশনরঞ্জন দাস।তিনি বলেন,যে কোন নির্বাচনে যুব প্রজম্মের এক বিশেষ ভূমিকা থাকে।একুশের নির্বাচন সাফাল্যে অর্জন করতে গেলে এখন থেকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে যুব মোর্চার কার্যকর্তাদের।সরকারের সুযোগ-সুবিধাগুলো গ্রহন করতে হলে যাতে সাধারন মানুষের কোন ধরনেরও হয়রানির শিকার না পড়তে হয় সেদিকে খেয়াল রাখতে হবে যুব মোর্চার কর্মীদের।বিধানসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচনেও শহর মণ্ডল কমিটিতে কাজ করতে হবে জানান মিশনবাবু।প্রাক্তন পুরপতি কৃষ্ণ দাস বলেল,বিজেপি শাসন ক্ষমতা আসার পর থেকেই আমজনতার উন্নয়নের ক্ষমতা চিন্তা করে যাচ্ছে।আগামী বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসন ক্ষমতায় পুনরায় বিজেপি সরকার আসবে বলে জানান কৃষ্ণবাবু। যুব মোর্চার শহর মণ্ডল সভাপতি দিবাকর কাপালি বলেন,বিধানসভা নির্বাচনের আগে পুরসভার নির্বাচন দলকে ভালো ফলাফল করতে হবে। প্রতিটি ওয়ার্ডে এখন থেকে কাজ শুরু করতে হবে যুব মোর্চা কর্মীদের। যুব প্রজন্মকে দলের প্রতি আকৃষ্ট করতে হলে যুব মোর্চার কর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন দিবাকর কাপালি।
কোন মন্তব্য নেই