নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দি-র স্মারকলিপি
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : জেলাব্যাপী মুদ্রা সমস্যার সমাধানের বিষয়ে হাইলাকান্দি ব্রাঞ্চের লিড ব্যাঙ্ক ম্যানেজার এবং এস,বি,আই- এর চিফ ম্যানেজারের সাথে দেখা করে এক স্মারকলিপি প্রদান করেন হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতির একদল প্রতিনিধি। জানা যায়, জেলার ব্যাঙ্কগুলির অবহেলা ও উদাসীনতার দরুন খুচরা ২ টাকা, ১ টাকার কয়েন আজ অচল। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র মানুষ ও নিম্ন আয়ের মানুষ। এছাড়াও বিশেষকরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিখারি সম্প্রদায় এবং মন্দির মসজিদ কর্তৃপক্ষ। সঙ্কটে পড়েছেন ক্রেতা বিক্রেতারাও। তাই সমিতির প্রতিনিধিরা ব্যাঙ্ক আধিকারীকদের কাছে মাইক যোগে যথেষ্ট প্রচার ও এতদ্বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এদিকে এই অচল মুদ্রাগুলো চালু করার জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন ব্যাঙ্ক আধিকারীকরা। প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন ভগবানদাস সারদা, রঞ্জিত ঘোষ, সুশীল পাল সহ প্রমুখরা। বিশেষ সূত্রে এই খবরটি জানা গেছে।
কোন মন্তব্য নেই