Header Ads

মেঘালয়ের খাসি ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সোচ্চার: ' আমরা বাঙালি'

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শ্রী রামকৃষ্ণ মিশন সমস্ত বিশ্ব সহ  ভারতবর্ষের আধ্যাত্মিক তথা সনাতন ধর্মের এক অন্যতম নিদর্শন। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত এই মিশন সনাতন ধর্মের আদর্শ নিয়ে অবিরত কাজ করে যাচ্ছে। শুধুমাত্র ধর্মীয় কার্যকলাপ ছাড়াও আরও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ ও করে যাচ্ছে। এটা সবারই জানা। তাছাড়া, মেঘালয়ের জন্মলগ্ন থেকেই এই মিশন পাহাড়ি রাজ্যে হাতে কলমে শিক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময়ে ত্রাণ ইত্যাদি জনহিতকর কাজ চালিয়ে যাচ্ছে। এককথায় এই মিশন জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবার জন্য নিবেদিত। 
   জানা যায়, গত সোমবার মেঘালয়ে খাসি সম্প্রদায়ের একটি উৎসব ছিল। উৎসবটি যথারীতি পালিত হয়েছে। কিন্তু, শিলং শহরের উপকণ্ঠ জেইল রোডে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিশনের তালা ঝুলানোকে কেন্দ্র করে এই উৎসবের আনন্দকে ম্লান করে দেয় একশ্রেণীর খাসি যুবকরা। তাদের বক্তব্য ছিল, উৎসবের দিনে অফিস আদালত যখন বন্ধ, তখন রামকৃষ্ণ মিশন খোলা থাকবে কেন ? 
এরই পরিপ্রেক্ষিতে খাসি ছাত্র ইউনিয়নের  এধরনের নীচু মানসিকতার নিন্দা ও ধিক্কার জানান 'আমরা বাঙালী'-র অসম রাজ্য কমিটির কর্মকর্তারা। এবং সেইসঙ্গে মেঘালয়ে ভারতীয় ভাবধারায় প্রতিষ্ঠিত সমস্ত মঠ-মন্দিরে সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের দাবি জানান তারা। তাছাড়া, এই খাসি ছাত্র ইউনিয়ন মূলত ভারতীয় ভাবধারার পরিপন্থী কাজে লিপ্ত। এবং গত 21 শে অক্টোবর এরা মেঘালয়ে বসবাসকারী সকল বাঙালিকে বাংলাদেশী বলে জাতি বিদ্বেষ ছয়িয়েছিল। তাই এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান 'আমরা বাঙালী'-র অসম রাজ্য কমিটির কর্মকর্তারা বলে বিশেষ সূত্রে খবরটি জানা যায়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.