Header Ads

বিটিসি নির্বাচন ৭ ও ১০ ডিসেম্বর

 


অমল গুপ্ত, কলকাতা : বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল বা বিটিসির সাধারণ নির্বাচন ঘোষণা করলো স্টেট ইলেকশন কমিশনার অলোক কুমার আগামী ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর দুদিন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে। এবার শাসক দল বিজেপি হাগ্রামা মহিলারির বিপিএফ থেকে সরে এসে প্রতিদ্বন্দ্বিতা করছে। যে বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা হাগ্রামাকে একদিন মাথায় তুলে নেচেছেনএখন তাকে ডুবাবার জন্যে উঠেপড়ে লেগেছেন। বড়ো চুক্তি বিটিসি অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম-হিন্দু জনগোষ্ঠীকে উপেক্ষা করে তৈরি হয়েছিল। আইনসভাতে ৬০ শতাংশ অবড়ো জনগোষ্ঠীর কোনো অধিকার নেই। ৪০টি আসন বিশিষ্ট বিটিসি বিধানসভায় মাত্র টি আসনে লড়তে পারে, সংখ্যাগরিষ্ঠ অবড়োরা আর টি আসন ওপেন, বাকি সব আসন সংরক্ষিত মাত্র ৩৫-৪০ শতাংশ বড়োদের জন্যে বড়ো চুক্তি অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেরাজ্য সরকারের বরাদ্দ তো আছেই, কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে কি? অবড়ো জনগোষ্ঠীর অঞ্চলগুলোতে উন্নয়ন যথারীতি হয়নি বলে নানা অভিযোগ আছে। বরোল্যান্ডে অস্ত্রের ঝনঝনানি বন্ধ হয়নি। পুলিশ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। সাংসদ নব শরনিয়া, হাগ্রামা মহিলারির অতীত স্বাভাবিক জীবন নয়, উগ্রপন্থীদের সঙ্গে একদিন সম্পর্ক ছিলউভয়ে এখন গণতান্ত্রিক পরম্পরা মেনে স্বাভাবিক জীবনে ফিরেছেন। কিন্তু এনডিএফবির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এখনো অস্ত্রের ভান্ডার আছে বলে রাজ্য পুলিশ বিশ্বাস করে। সেই অস্থির বিটিসি দখলের স্বপ্ন দেখছে বিজেপি। বড়োদের মধ্যে এখনো হাগ্রামার জনপ্রিয়তা আছে। বিজেপির জয় সহজ হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.