Header Ads

ভারতকে দুটি লক্ষ্য অনুসরণ করতে হবে, অর্থনৈতিকভাবে শক্তিশালি হয়ে ওঠা ও এক সবুজ দেশ হিসেবে গড়ে ওঠাঃ মুকেশ অম্বানী

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২১ নভেম্বরঃ
ভারতকে একইসঙ্গে দুটি লক্ষ্যকে অনুসরণ করতে হবে, প্ৰথমত অর্থনৈতিকভাবে শক্তিশালি হওয়া এবং একটি পরিস্কার ও সবুজ শক্তিশালি দেশ হিসেবে গড়ে ওঠা। শনিবার গুজরাটের গান্ধীনগরের পণ্ডিত দীনদয়াল পেট্ৰোলিয়াম ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রিলায়েন্স ইনডাস্ট্ৰির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী। তিনি আরও বলেন- করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্ৰবেশ করেছে এবং এই সংকটকালে আমরা হাল ছেড়ে দিতে পারি না।

এদিন নিজের বক্তব্যে তিনি প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির ভূয়সী প্ৰশংসা করে বলেন সরকারের গৃহীত সাহসী সংস্কারগুলো আগামী বছরগুলোতে দেশকে আরও দ্ৰুত অগ্ৰগতির দিকে পরিচালিত করবে। দেশের কিছু কিছু জায়গায় অতিমারি কোভিড-১৯ সংক্ৰমণের সংখ্যা বেড়েছে, সেই কারণে প্ৰশাসনের তরফ থেকে আহমেদাবাদ এবং রাজধানী শহরের মতো জায়গায় ভ্ৰমণ এবং যাতায়াতের ক্ষেত্ৰে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন মুকেশ অম্বানী নিজের বক্তব্যে আরও বলেন- ভারতবর্ষ এমনই একটি প্ৰাচীন ভূমি যেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ধটনা ঘটেছে এবং প্ৰতিবারই দেশ আরও শক্তিশালি হয়ে ঘুরে দাঁড়িয়েছে। তার কারণ এখানের মানুষ এবং সংস্কৃতির মধ্যে গভীর মেলবন্ধন রয়েছে।
কোভিড পরবর্তী পরিস্থিতিতে স্নাতক ছাত্ৰছাত্ৰীদের উদ্বিগ্ন না হয়ে আরও আশা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসতে আহ্বান করেছেন। এদিন মুকেশ আম্বানী আশ্বাস দিয়ে বলেন- বৃদ্ধি অভূতপূর্ব সুযোগ তৈরি করবে এবং আগামী দুই দশকের মধ্যে ভারত বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে তৃতীয় নম্বরে থাকবে। যে কোম্পানীর তেল ব্যবসায় প্ৰচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে এবং বিশ্বের বৃহত্তম রিফাইনারিগুলোর মধ্যে একটি পরিচালনা করে সেই রিলায়েন্স ইনডাস্ট্ৰির চেয়ারম্যান মুকেশ আম্বানী এদিন বলেন- বর্তমানে বিশ্বের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে তা হল পরিবেশের কোনও ধরনের ক্ষতি না করে দেশের অর্থনীতিকে বজায় রাখতে আরও শক্তি উৎপাদন করা।
এই শতাব্দীর মাঝামাঝি বিশ্ব আজকের তুলনায় দ্বিগুণ শক্তি ব্যবহার করবে এবং আগামী দুই দশকে ভারতের মাথাপিছু শক্তিও দ্বিগুণ হবে বলে এদিন তাঁর বক্তব্যে উঠে এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.