Header Ads

আয়ুষ নেচার কেয়ারের ডাক্তার দিবস


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : আগামী ৫ ডিসেম্বর আয়ুর্বেদিক সংস্থা আয়ুষ নেচার কেয়ার ডাক্তার দিবস পালন করার আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্মান জানানো হবে, বলেন আয়ুষ নেচার কেয়ার পক্ষ থেকে উৎপল রায়। সামাজিক সংস্থাকে এফ এই অনুষ্ঠানে সহযোগিতা করবে বলে সংস্থার পক্ষ থেকে জানান ডা: শওকত জাহান ও ফরহান হুসেন গিলানী। প্ল্যাটিনাম ইভেন্টসের লোকেশ ভুরা এবং নিউজ ম্যানিয়ার প্রধান সম্পাদক বর্নালী বিশ্বাস ইউনানি ডাক্তার দিবস পালনের কার্যসূচীতে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.