Header Ads

মিজোরামের রিয়াং দুস্কৃতিকারীদের আক্রমণে আহত জলপ্রকল্পের কর্মী

অনুপম পাল, বালিপিপলা : অফিসের কাজ সেরে বাড়ি ফিরার পথে রিয়াং দুস্কৃতিকারীদের আক্রমণে গুরুতর আহত হলেন ত্রিপুরা জেলার উত্তর কাঞ্চনপুরের জলপ্রকল্পের এক কর্মী সুবল দে। তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এসে তাকে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। তবে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থাকা সত্ত্বেও ধর্মনগর হাসপাতালে গিয়ে আহত সুবল দে র প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন একমাত্র বাঙালি ছাত্র-যুবসমাজ এর কর্মকর্তারা। এবং তার উন্নতমানের চিকিৎসার জন্য ডাক্তারের সাথে পরামর্শ ও করেন তারা। তাছাড়া, তার পরিবারের সাথে দেখা করে যোগাযোগের নম্বর দিয়ে আগামীতে যেকোনো সমস্যা বা অসুবিধা হলে বাঙালি ছাত্র-যুবসমাজ এগিয়ে আসবে বলে তাদের আশ্বাস দেন। এদিকে হাসপাতালে ডাক্তারদের সুচিকিৎসায় সুবল দে র শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে এক সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.