রেল স্টেশন ভাঁড়ে করে চা দেওয়ার হুকুম বাস্তবায়িত হবে কি?
বিশেষ প্রতিনিধি, কলকাতা : গঙ্গা দূষণ মুক্ত, প্লাস্টিক মুক্ত ভারত শুধু কথার কথা। শুধু স্লোগান
হয়েই থাকবে। স্বাধীনতার ৭০ বছর পরেও দেশের চরিত্র গড়ে উঠল না। দেশপ্রেম শুধু
কথার কথা। প্লাস্টিক ব্যাপক দূষণ সৃষ্টি করছে।
প্রধানমন্ত্রী বার বার প্লাস্টিক মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। কিন্তু কোনো ফল হয় নি। প্রতিটি শহর জনপদ, রাস্তা-ঘাট প্লাস্টিক জঞ্জাল আবর্জনার ব্যাপক
দূষণ সৃষ্টি করেছে। নদ-নদী সব প্লাস্টিকে ভরাট, জল দূষিত হয়ে গেছে। দেশের ছোট ছোট রেল
স্টেশনগুলো আবর্জনার স্তুপ, রেলমন্ত্রী পীযুষ গয়াল দেশের বড় বড় স্টেশনগুলোতে
প্লাস্টিকের গ্লাসের পরিবর্তে মাটির ভারে করে চা দেবার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ কি শেষ পর্যন্ত মানা হবে। দেশের সব
চেয়ে বড় নদী গঙ্গা আজ দূষিত। দুষণমুক্ত গঙ্গা নদীর দাবিতে আন্দোলন করে দুজন
কয়েকশো দিন অনশন ধর্মঘট করে প্রাণ আহুতি দিয়েছেন। সেই খবর সংবাদপত্রে গুরুত্বারোপ করা হয় না। প্লাস্টিক
মুক্ত ভারত, দূষণ মুক্ত গঙ্গা সোনার পাথর বাটির মত অবাস্তব,
স্মরণ করিয়ে দিচ্ছি গঙ্গা,
ব্রহ্ম, যমুনা সহ দেশের ৪৫টি নদী ভয়ানকভাবে
দূষিত , আর ৩০ বছর পর দেশের অধিকাংশ নগরে ভুগ্রস্ত জল স্তর
শুকিয়ে যাবে। নীতি আয়োগ এব্যাপারে ভয়ঙ্কর প্রতিবেদন দিয়েছে কিছু দিন আগে।
প্লাস্টিক দূষণ জল দূষণ চলছে, চলবেই। আমরা নীরব
নির্বিকার।
কোন মন্তব্য নেই