আঞ্চলিক দল গঠন প্রাক্তন আকসা নেতা প্রদীপ দত্ত রায়ের
শিলচরঃ বরাকের সার্বিক উন্নয়নের চিন্তাধারা মাথায় রেখে
অবশেষে আঞ্চলিক দল গঠন করলেন প্রাক্তন আকসা নেতা প্রদীপ দত্ত রায়। বরাক উপত্যকার
প্রতি বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে সরব আইনজীবী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে
মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এক গণ অভিবর্ত্তন সভা অনুষ্ঠিত হয়। সভায়
আমন্ত্রিত বক্তারা বরাক বঞ্চনার কথা তুলে ধরে সরকারের তীব্র সমালোচনা করেন। এছাড়া
সভায় বরাকের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তারা আলোকপাত করেন। সমাধান সূত্র হিসেবে
আঞ্চলিক দল গঠনের গুরুত্ব দেন। অভিবর্তনে পূর্ব পরিকল্পনা মতে প্রদীপ দত্ত রায়ের
নেতৃত্বে ‘বরাক ডেমোক্রেটিক
ফ্রন্ট’
নামে
এক আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করা হয়। মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় রয়েছেন।
আহ্বায়ক মণ্ডলিতে রয়েছেন মুক্তাদির চৌধুরী, প্রমোদ শ্রীবাস্তব, মনীষ পাল, জহর টেরন, বাবুল কর্মকার ও
সালেহা খানম চৌধুরী। আগামী এক মাসের মধ্যে উপত্যকার তিন জেলার সর্বশ্রেণীর মানুষকে
নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এবং আগামী নির্বাচনে বরাকের পনেরোটি আসনে
প্রার্থী দেওয়া হবে বিডিএফ থেকে একথাও জানিয়েছেন মুখ্য আহ্বায়ক। ইতিমধ্যে দু’তিনটি কেন্দ্র থেকে
একাধিক নামও এসেছে। কিন্তু সে প্রার্থীর নাম স্কিনিং কমিটি ঠিক করবে। তিনি এও বলেন, বরাকের বিভিন্ন দল
বিশেষ করে কংগ্রেস ও বিজেপি দল থেকে লোক এই দলে যোগদান করবেন। শুধু সময়ের অপেক্ষায়
বলে জানান প্রদীপ দত্ত রায়।
এদিনের সভায় মিডিয়া
সেল গঠন করা হয়। পাঁচ জনের মিডিয়া সেলে রয়েছেন হৃষীকেশ দে, সাদিক মেহাম্মদ লস্কর, কলপ্রর্ণব গুপ্ত, জয়দীপ ভট্টাচার্য ও
স্বপন ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই