শিলঙের রামকৃষ্ণ আশ্রমে জোর করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : মেঘা লয়ের শিলং শহরে জেল রোডের রামকৃষ্ণ
আশ্রমের কার্যালয়ে একাংশ খাসি যুবক তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার
খাসি সম্প্রদায়ের এক উৎসব ছিল, সব সরকারি
কার্যলয় বন্ধ ছিল। উৎসব যথারীতি পালিত হয়। এর মধ্যে একাংশ
খাসি সম্প্রদায়ের যুবক রামকৃষ্ণ আশ্রমে গিয়ে জোর করে তালা ঝুলিয়ে দেয়। তাদের অভিযোগ, তাদের
উৎসবের সময় অশ্রম খোলা থাকবে কেন? অসমের আমরা বাঙালি
নামে সংগঠনের রাজ্যিক সচিব সাধন পুরকায়স্থ আজ অভিযোগ করেছেন, স্বামী বিবেকানন্দের ভাব
ধারায় প্রতিষ্ঠিত রামকৃষ্ণ আশ্রম মেঘালয়ের জন্মকাল থেকে সেবা করে যাচ্ছে। কোনো বাধার মুখোমুখি হয়নি। শুধু মেঘালয় নয় সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে এই
কেন্দ্র আছে। তিনি এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি তুলেছেন।
কোন মন্তব্য নেই