Header Ads

দিলীপ ঘোষ ২০২১ সালের মে মাসে মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসবেন কান্দির জনসভায় দাবি মফিজা খাতুনের

অমল গুপ্ত, কান্দি : বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা তথা জেলার শস্য ভান্ডার বলে খ্যাত কান্দি মহকুমা, এই কান্দি শহরে বুধবার বিজেপির সভাকে কেন্দ্র করে মানুষের যে আগ্রহ, উদ্দীপনা দেখলাম তাতে কিছুটা অবাক হলাম, অবাক হলাম এই সভাতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিশাল উপস্থিতি দেখে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এত জনপ্ৰিয়তা আছে বলে জানতাম না। কিন্ত এই সাংবাদিকের দৃষ্টিতে অন্য কিছু ধরা দিল। মুর্শিদাবাদ জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ভুক্ত প্রায় ৬৫ শতাংশ। তাদের প্রতি বিগত কংগ্রেস, বর্তমান তৃণমূল কংগ্রেস যথাযথ দায়িত্ব পালন করেনি। এই জনসংখ্যার ১৮ বয়স থেকে ৩৫ বয়স পর্যন্ত ৬৫ শতাংশ ভোটার যুব সম্প্রদায়, তাদের মধ্যে কিছু না পাওয়ার চরম হতাশা, ক্ষোভ, না পাওয়ার বেদনা, নানা অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করেছে। তবে কি হিন্দু সম্প্রদায়ের বেকার যুবক যুবতীরা সব পেয়ে গেছে, তা দাবি করছি না। তুলনামূলকভাবে মুসলিম সম্প্রদায়ের বেকার যুবক যুবতীদের মধ্যে ক্ষোভ অনেক অনেক বেশি, তৃণমূল সরকারের আমলে প্রায় ৮০ শতাংশ চাকরির বিনিময়ে ১০-১৫ লক্ষ টাকা করে কমিশন বা ঘুষ দিতে হয়েছে বলে তৃণমূলের এক সূত্র দাবি করলেন। কেন্দ্রে বিজেপি সরকার আছেতৃণমূল সরকারের বড় শক্তি ছিল অধিকারী পরিবার। সেখানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির দিকে ঝুঁকেছেন বলে নানা খবর আসছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর আস্থা রাখতে পারছেন না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাদের বিশ্বাস মোদি সরকার তাদের জন্যে কিছু করবে। এই জনগোষ্ঠীর বিপুল উপস্থিতি দেখে দিলীপ ঘোষ আশ্বাস দিলেন আপনারা তৃণমূল সরকারের আমলে কিছুই পান নি। 


সম্মান টুকুও পান নি, বিজেপি ক্ষমতায় আসছে, আপনাদের সব দাবি-দাওয়া পূরণ করা হবে। এই সভায় জেলার জনপ্ৰিয় মুসলিম নেত্রী মফিজা খাতুন উদাত্ত কণ্ঠে জানিয়ে দিলেন ২০২১ সালের মে মাসে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। সেবিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। কান্দি বাস স্ট্যান্ডের কাছে অনুষ্ঠিত বিশাল জনসভাকে সম্বোধন করে শ্রীমতি খাতুন জানালেন, আপনারা বিজেপির বিজয় মিছিলে যোগ দিয়েছেন, গেরুয়া আবির ছাড়া এই বিজয় মিছিল, জেলার বিজেপি সভাপতি গৌরী শংকর ঘোষ কান্দির নানা সমস্যার কথা তুলে ধরেন। এই সভায় তৃণমূল সহ অন্যান্য দল থেকে বহু কর্মী বিজেপি দলে যোগ দেন। প্রাক্তন বিধায়ক তথা কান্দি পুরসভার চেয়ারম্যান অপূর্ব সরকার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যারা বিজেপি দলে যোগ দেন কেউ পরিচিত মুখ নয়। তৃণমূল কংগ্রেসের থেকেও বড় জনসভা করে দিলীপ ঘোষদের উপযুক্ত জবাব দেবেন। কান্দিতে বিজেপির সভা বানচাল করার জন্যে তৃণমূল অনেক চেষ্টা করেছিল। কান্দি হাসপাতালের কাছে বিজেপি মিছিলে কালো পতাকা দেখানো হয়। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফিরে যাবার সময় পুরান্দপুরে তার গাড়ি আটকে ভাঙচুর করা হয় বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপি অভিযোগ করেছে কান্দি বহরমপুরের একমাত্র যোগাযোগ রণগ্রাম সেতু নিয়ে রাজনীতি চলেছে। মানুষের অশেষ দুর্ভোগকে তৃণমূল সরকার গুরুত্ব দিচ্ছে না। কান্দির মানুষকে গঙ্গার জল দেবার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে আজও গঙ্গার জল এলো না। তৃণমূল নেতা অপূর্ব সরকার দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার এক পয়সা দেয়নি বলে প্রকল্পটি অসম্পূর্ণ হয়ে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.