আজ ঐতিহাসিক দূর্গ পরিদর্শনে ভিএইচপির সংগঠন মন্ত্রী
সুব্রত দাস, বদরপুর : আজ বদরপুর ঘাটে স্থানীয় স্বয়ংসেবকদেরকে নিয়ে ঐতিহাসিক দূর্গ পরিদর্শন করলেন ভিএইচপি দক্ষিণ আসাম প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণ চন্দ্র মণ্ডল। তিনি প্রথমে বালকদের সাথে শরীর চর্চা করেন এবং একজন আদর্শবান ব্যাক্তি হতে হলে কী কী করণীয় তা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন বালকদের সাথে। তারপর, তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে দূর্গ পরিদর্শন করেন এবং দূর্গের বিষয়ে ভালোভাবে জানকারী সংগ্রহ করেন।উনার সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন এস দাস, মিঠুন সরকার,নয়নমণি মুহুরী, দিবাকর দে,বিক্রমজিৎ চক্রবর্তী,শুভ দাস প্রমুখ।
কোন মন্তব্য নেই