কাজিরঙা জাতীয় উদ্যানে ভিড় জমিয়েছেন দেশি-বিদেশি বহু পর্যটক
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ
করোনা সংক্রমণ ও লম্বা লকডাউনের পর ২১ অক্টোবর কাজিরঙা জাতীয় উদ্যান পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। উদ্যান খুলে দেওয়ার পর এক মাসের মধ্যে ১১,৯৬৮ জন দেশি বিদেশী পর্যটক উদ্যানে ভ্রমণ করতে এসে পৌঁছন। এর মাঝে ২৭ জন বিদেশী পর্যটকও রয়েছেন। এই তথ্য প্রকাশ করেছেন কাজিরঙা জাতীয় উদ্যানের সঞ্চালক পি শিবকুমার। তিনি জানিয়েছেন- এই বিদেশী পর্যটকরা বিভিন্ন কাজের জন্য বর্তমানে ভারতেই রয়েছেন। তিনি এছাড়াও আরও জানিয়েছেন- গত ১১ নভেম্বর ভোমরাগুরিতে শুরু করা হয়েছে নদী পর্যটন। ১৪০০ দেশী- বিদেশী পর্যটক এই নদী ভ্ৰমণের আনন্দ উপভোগ করেছেন।
ইতিমধ্যে কাজিরঙা পর্যটন ক্ষেত্রকে বিশ্বনাথ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। বিশ্বনাথের পানপুরাতে জিপ এবং এলিফ্যান্ট সাফারি শুরু করা হয়েছে। উদ্যান কর্তৃপক্ষের প্রকাশ করা মতে গত ৩০দিনে ২০ লক্ষ টাকা কর সংগ্রহ করা হয়েছে। গত বছরের এপ্রিল-মে মাসে কোনও কর সংগ্রহ করা হয়নি। এরপর কাজিরঙা জাতীয় উদ্যান প্রায় ৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। বর্তমানে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে অসমের পর্যটন শিল্প বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এই অবস্থায় ১২ হাজার পর্যটকের আগমন উৎসাহজনক বলেই মনে করা হচ্ছে। যদিও বিগত বছরে প্রায় ৩৫ হাজার পর্যটক কাজিরঙা ভ্রমণ করতে এসেছিলেন। পি শিবকুমারের মতে আগামী দিনে পর্যটকের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কোন মন্তব্য নেই