পদত্যাগী শুভেন্দু অধিকারী তৃণ মুলের চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়েছে
অমল গুপ্ত ,কলকাতাঃ
নক্ষত্র পতন, কথাটা কি ঠিক, না অন্য শব্দ ব্যবহার করবো মেদিনীপুরের নক্ষত্র তো প্রবীণ তৃণমূল নেতা শিশির অধিকারী, সেই কংগ্রেস ঘরানার ছেলে শুভেন্দু অধিকারী ,সদ্য পদত্যাগী মন্ত্রী কিন্তু নক্ষত্র না হলেও তৃণমূল কংগ্রেসের এক জন স্থপতি বললে খুব একটা ভুল বলা হবে না। সারা রাজ্যে যুব সমাজের মধ্যে খুবই জন প্রিয় ,জন ভিত্তি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন থেকে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বেশি গুরুত্বারোপ করতে শুরু করেছেন, সেই দিন থেকে অধিকারী পরি বারে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে, মমতা আঁচ করতে পারেন নি। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী র হটাৎ পদত্যাগ নয়, আরো কয়েকজন বিধায়ক পদত্যাগের জন্যে প্রস্তুত হয়ে আছে বলে শুভেন্দু র ঘনিষ্ঠ মহলের অভিমত।
তৃণমূল কংগ্রেসের জনভিত্তি শুরু হলে কংগ্রেস ,সি পি এম সহ অন্যান্য দল থেকে বহু নতুন মুখ তৃণ মূলে ভরে যায়, তারা মমতার কাছে চলে আসে,পুরোনো কর্মী রা দূরে চলে যায়, তাদের পাত্তা দেওয়া হয় না, সেই পুরোনো কর্মীদের প্রতিভূ হচ্ছেন শুভেন্দু,আর নতুন মুখদের যুব নেতা অভিষেক ,নতুন মুখের দাপট, কমিশন, কাটমানি, যত সব মাস্তানি দুর্নীতি নিয়ে তিক্ত বিরক্ত শুভেন্দু অধিকারী ,তিনি প্রথম থেকে সতর্ক করছিলেন ,কিন্তু কেউ গুরুত্ব দেয় নি। এক গণতান্ত্রিক দল ,যে কেউ সভা সমিতি করতেই পারে, কিন্তু সভা করলেই তা বানচাল করতে হবে তা কেউ মানতে পারে না।কান্দি সিউড়ি তে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সভা করলেন,শান্তিপূর্ণ সভা হল তা বানচাল করার চক্রান্ত হল, কেন হবে তা, তৃণমূলের নতুন মূখদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।শুভেন্দু বাবুরা তা ভালো চোখে দেখেন নি। এখন লাখ টাকার প্রশ্ন শুভেন্দু বাবুরা কি বিজেপি দলে যোগ দেবেন। সূত্র বলছে শুভেন্দু বাবুরা প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট আশ্বাস চাইবেন ,কি পোস্ট তাকে দেওয়া হবে ,দলে সম্মান পাবেন তো। মুকুল রায় কে সর্বভারতীয় সহ সভাপতি পদে বসানো হয়েছে। আবার রাহুল সিনহার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সবকিছু বিজয় বর্গীয় সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি তো আগেই বলেছেন শুভেন্দু বাবুকে উপযুক্ত সম্মান দেওয়া হবে। বিজেপি সূত্র বলছে শুভেন্দু বাবু বড় মাপের নেতা,তাকে নির্বাচন পরি চালানোর দায়িত্ব দেওয়া হতে পারে। আর দলের প্রার্থী নির্বাচনে ও তার হাত থাকবে। তৃণমূল দলে ভাঙ্গনের সূত্রপাত হল,তা আগামী এক পক্ষকাল এ বৃত্ত সম্পুর্ন হবে। তৃণমূলের বরিস্ট নেতা সৌগত রায় এখনো শুভেন্দু বাবুর সঙ্গে কথা বার্তা চালিয়ে যাচ্ছেন। দলে ঘন ঘন বৈঠক চলেছে,রাজ্য রাজনীতি উত্তাল,সর্বত্র একই আলোচনা, শুভেন্দু অধিকারী তৃণমূল দলের চুলের মুঠি ধরে এমন ঝাঁকুনি দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বয়ং বুঝতে পারেন নি।
কোন মন্তব্য নেই