Header Ads

পাণ্ডুর বিদ্যামন্দিরে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বার্তা বেসরকারি সংগঠন ‘অস্মিতা ফাউন্ডেশন’ এর

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ
ভবিষ্যতের নাগরিকদের অর্থাৎ ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে মহানগরের পাণ্ডুতে বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস নিয়ে শনিবার এক সচেতনতা সভার আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন অস্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবারে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। এই সভাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সম্প্রতি ছাত্র-ছাত্রীদের মাধ্যমে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক  নতুন মাত্রা পেয়েছে ।

উল্লেখ্য যে গত নভেম্বর মাস থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা কম দেখা গেছে। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অলকা সেন জানান যে তাঁরা ছাত্র ছাত্রীদের অনলাইনে পাঠদানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। যেসমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসছে তাদের সরকারের প্রদত্ত গাইডলাইন অনুসারেই বিদ্যালয়ে আসতে হচ্ছে। তবে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের সবারই একটাই  আকুতি কবে স্বাভাবিক হবে সবকিছু। 

এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল অলকা সেন, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল মৃণাল কান্তি গুপ্ত, অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি দেবযানী পাটিকর ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.