Header Ads

বিহারের নির্বাচনী ফলাফল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মাথাব্যাথা শুরু হয়েছে

 


অমল গুপ্ত, কলকাতা : বিহারে জয়ের পর বিজেপি পশ্চিমবঙ্গের মসনদ দখলে উঠে পড়ে লেগেছে  বিজেপি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা করছে না একক চেষ্টায় লড়বে রাজ্য বিজেপি সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, বিহার আর বাংলা এক নয়, এই রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা করা হয় মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এখানে গণতন্ত্র ভূলুণ্ঠিত, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলে বিহারে এই সব কিছু হয় না। সভাপতি দীলিপ ঘোষ বলেছেন, হাজার চেষ্টা করেও তৃণমূল ক্ষমতাই আসতে পারবে না। তৃণমূলের শক্তিশালী নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক চিলতে জমি ছেড়ে দিতে রাজি নন, তৃণমূলের একাংশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুযোগ বুঝে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করার কথা বলে তৃণমূলের মধ্যে আভ্যন্তরীণ বিরোধকে বাড়িয়ে দিয়েছেন। বিহারে বামপন্থী দলগুলোর সফলতা তৃণমূলের মাথা ব্যাথা বেড়েছে। মহাজোটের শরিক হয়ে কংগ্রেস ৭০টি আসনে লড়ে ১৯টিতে জয় পেয়েছে। বামেরা ২৯টি আসনে লড়ে ১৬টি আসন দখল করেছে। বিহারে সি পি আই এম এল বিরাট সফলতা পেয়েছে। সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য তার দলের আর্দশ ধরে রাখতে পেরেছেন। কংগ্রেস দলের মধ্যে সমন্বয়ের অভাব, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী বিহারে ভালোভাবে প্রচারে আসেননিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বয়সে অনেক বড়রাহুলের থেকে অনেক বেশি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেছেন। অবাক করা কথা, লালু তনয় তেজস্বী যাদবের ধারে কাছে ছিলেন না রাহুল,  তৃণমূলকে ভাবিয়েছে আসাদ উদ্দিন ওয়াইসির মিম মাত্র ২০ আসনে লড়ে টি আসন দখল করেছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী দিনাজপুর, মালদহ থেকে জয় এসেছে। পশ্চিমবঙ্গে শতাংশ উর্দু মুসলিম ভোটার উর্দু ভাষী আসাদ উদ্দিনের দলকে ভোট দেবে। কংগ্রেসের মধ্যেও ভয় ঢুকেছে, বিরোধী দলপতি অধীর চৌধুরী ওয়েসির সমলোচনা করেছেন। হায়দ্রাবাদ কেন্দ্রিক এই দল যত প্রচার চালাবে তত হিন্দু মুসলিম বিভাজন হবেমাঝ থেকে লাভ হবে বিজেপিরএকই কথা অসমের ক্ষেত্রেও। অসমে এই দল তলে তলে প্রচার চালাচ্ছে অসমে কংগ্রেস দলের ভোট, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস দলের ভোট কাটবে এই দল। উভয় ক্ষেত্রে বিজেপির ভালো হবে বলে রাজনৈতিক মহলের বক্তব্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.