সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্য, প্রতি মুহূর্তে স্বাস্থ্যের অবনতি
নয়া
ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর
শারীরিক অবস্থা একেবারে ভালো নেই। প্রত্যেক মুহূর্তে স্বাস্থ্যের অবনতি ঘটছে। মেকানিকেল
ভেন্টিলেশনে তাঁর চিকিৎসা চালানো হচ্ছে। টিউবের সাহায্যে কৃত্রিমভাবে ভেন্টিলেশনে
শ্বাস-প্রশ্বাস নেয়ার জন্যে গগৈকে সাহায্য করা হচ্ছে।
তরুণ গগৈর
স্বাস্থ্যের খোঁজ নেয়ার পর সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী
ড০ হিমন্ত বিশ্ব শৰ্মা।
পাশাপাশি
তিনি বলেছেন,
“আজ
বিকেল থেকে গগৈর স্বাস্থ্য খানিকটা শোচনীয় দিকে চলে গেছে। গগৈর কিডনি, হৃদপিণ্ড, লিভারের সাধারণ
অবস্থা বা ক্রিয়া প্রক্রিয়া যথেষ্ট পরিমাণে কমে গেছে। চিকিৎসকদের দৃষ্টিতে
কাল-পরশু থেকেও প্রাক্তন মন্ত্রীর স্বাস্থ্য আরও অবনতি হয়েছে”।
এমনকি
মানুষও চিনতে পারছেন না তিনি। মন্ত্রী হিমন্তবিশ্ব বলেন, গগৈ দুপুর
থেকেই মানুষ চিনতে পারার মতো অবস্থাতেও নেই।
“কৃত্রিমভাবে
শ্বাস প্রশ্বাস নেয়ার পরও কিডনি ও হার্টের ক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার
জন্যে যা যা ওষুধ প্রয়োজন তার সবগুলো দেয়া হচ্ছে। ওষুধগুলো কাজ করলে তাঁর শ্বাস
প্রশ্বাসটা স্বাভাবিক এবং নিয়মিত হতো।
দিল্লি
পর্যন্ত যাওয়ারও অবস্থা তাঁর এখন নেই যেহেতু তিনি ভেন্টিলেশনে চলে গেছেন”। এভাবেই বলেন
ডক্টর শর্মা।
গুয়াহাটি
মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা অহরহ এইমসের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তরুণ
গগৈয়ের স্বাস্থ্যের প্রচণ্ড অবনতি হওয়ার জন্যে তাঁকে দিল্লিতে স্থানান্তরিত করাটা
সম্ভব নয়। পরবর্তী
৪৮ ঘন্টা পর্যন্ত স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
৮৫
বছর বয়সি অসমের তিন বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সুস্থতা কামনা করছে অসমবাসী।
কোন মন্তব্য নেই