Header Ads

নারীশক্তির জয়

স্বপন সেন

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে নিয়ে যখন গোটা দেশ মাতোয়ারা, তখন নিঃশব্দে এক নারীর মুকুটে যোগ হলো সোনালী পালক।

গতবছর ইনি দেবীপক্ষের শুরুতেই অকাল বসন্ত এনেছিলেন....

নিউইয়র্কের মাটিতে পাক রাষ্ট্রপ্রধানের জবাবী ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, পাকিস্তানই একমাত্র দেশ যারা রাষ্ট্রপুঞ্জের কালো তালিকায় থাকা এক জঙ্গিকে পেনশন দেয়।  ৯/১১ হামলার মাথা ওসামা বিন লাদেন কে নিজের দেশে লুকিয়ে রাখে। প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশানা করে  বলেন, 'কেউ একজন যিনি একসময় ক্রিকেট খেলতেন, জেন্টলম্যানস গেমে বিশ্বাস রাখতেন, তিনি এখন  হিংসা ও বন্দুকের খেলায় ভরসা রাখছেন। অস্বীকার করতে পারেন মিস্টার প্রাইম মিনিস্টার ? দেশভাগের পর পাকিস্তানে অমুসলিম জনসংখ্যা যে ২৩% থেকে ৩% এ নেমে এসেছে সেটাও উল্লেখ করতে ভোলেন নি।

তবে কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে, আর সেটাই করে দেখিয়েছেন এই বাঙালি IFS অফিসার । পাক প্রধানমন্ত্রী কে তিনি সম্বোধন করেছেন ইমরান খান নিয়াজী বলে, মনে করিয়ে দিয়েছেন তিনি নিয়াজী সম্প্রদায়ের মানুষ ।

এই নিয়াজীরাই একাত্তরের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষের ওপর ঘৃণ্য অত্যাচার চালিয়েছিল। এই নিয়াজীদের নিয়েই পাকিস্তানে এক সময় আগুন জ্বলেছে এবং এখনও জ্বলছে। নিয়াজিদেরই দেশছাড়া করার ডাক উঠেছে খোদ পাকিস্তানের মধ্যে থেকেই।

১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিলেন আমির আবদুল্লাহ খান নিয়াজী । তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের  শেষ গভর্নর এবং পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক হাই কমান্ডের সর্বশেষ কমান্ডার। তিনিও যে একজন নিয়াজি সম্প্রদায়ের, সেকথাও ইমরান খানকে মনে করিয়ে দিয়েছেন এই ললনা। সব শেষে বলেছেন ভারতের দিকে আঙ্গুল তোলার আগে দয়া করে নিজেদের ইতিহাসটাকে একটু ঝালিয়ে নিন মিস্টার ইমরান খান নিয়াজী !

কে বলেছে অসুর বধ করতে দশটি হাত লাগে ?

সেই মহিলা এবার দেশের মুখ উজ্জ্বল করলেন শারদ উৎসবের মধ্যেই। রাষ্ট্রসঙ্ঘের গুরুত্বপূর্ণ উপদেষ্টা কমিটিতে Asia Pacific দেশ গুলোর  একমাত্র প্রতিনিধি হিসাবে নির্বাচিত হলেন তিনি।  নিকটতম ইরাকী প্রতিদ্বন্দীকে 126-64 ভোটে পরাজিত করে ছিনিয়ে নেন বিজয়ীর মুকুট। বিজেতার নির্নায়ক মাপকাঠি ছিল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং দক্ষতা আর তাতেই বাজিমাত!

চিনতে পারলেন ?

হ্যাঁ ইনিই সেই বঙ্গললনা বিদিশা মৈত্র IFS, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি । আমাদের অকুণ্ঠ শুভেচ্ছা ও অভিনন্দন।

(সংগৃহীত)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.