Header Ads

কালাইন চা বাগানে বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন

বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়াঃ রবিবার কাটিগড়া বিধানসভার কালাইন চা বাগানে আনুষ্ঠানিক ভাবে আদিবাসী বীর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন বীরসা মুন্ডার মর্মর মূর্তি স্থাপনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগান ম্যানেজার এস,কে,তাপারিয়া, মেঘনাথ মুন্ডা, বিমল বাক্তি, রাফেল মুন্ডা, ভুবন রাজোয়ার, হরচরন মাহাতো, সমগ্র অসাম আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি সিলাশ মুন্ডা সহ অন্যান্যরা।

উল্লেখ্য আদিবাসী বীর বিরসা মুন্ডা ১৮৭৫ সালের ১৫ নভেম্বর বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি আদিবাসী সমাজে একজন সমাজ সংস্কারক হিসাবে সমাদৃত ছিলেন। আদিবাসীদের উপর তৎকালীন ব্রিটিশ শাসকদের কঠোর অত্যাচারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করেন ও ব্রিটিশদের বিরুদ্ধে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.