Header Ads

করিমগঞ্জ P.W.D অন্তর্গত বালিপিপলার রাস্তা নির্মাণের কাজে ক্ষুব্ধ এলাকাবাসী

 


অনুপম পাল, বালিপিপলা : করিমগঞ্জ P.W.D ডিভিশনের অন্তর্গত বালিপিপলার ব্লক সলিং রাস্তার অতি নিম্নমানের কাজে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। জানা গেছে, পূর্ব পিপলাছড়া রাস্তাটি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার তৃতীয় লাইফ লাইন। এই রাস্তা দিয়ে প্রতিদিন ত্রিপুরার শত শত যানবাহন চলাচল করে। এছাড়া, উত্তর ত্রিপুরা জেলার বেশিরভাগ মানুষের চিকিৎসা পরিসেবা ও ব্যবসায়ীদের ক্ষেত্রে এই রাস্তাটি তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। রাস্তাটি বালিপিপলা থেকে পূর্ব পিপলাছড়া পর্যন্ত 1440 মিটার ব্লক সলিং মেরামতের জন্য 84 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এবং টাকাটি বরাত পেয়েছেন করিমগঞ্জের ঠিকাদার সুব্রত ধর। তাছাড়া জানা যায়, বিগত 2011 সালে রাস্তাটি মেটেলিং করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এই রাস্তায় গাড়ি চলাচল করায় রাস্তার বিভিন্ন অংশে ফাটল তথা ছোট ছোট গর্ত হয়ে ভেসে পড়ছে। তবে এলাকাবাসীর অভিযোগ গর্তগুলিতে শুধু বালি দিয়ে ব্লক সলিং এর কাজ চলছে। যদিও ব্লক সলিং এ রাস্তার সাইডে 12×6 ইঞ্চি ঢালাই দেওয়ার সরকারি গাইডলাইন থাকলেও এই কাজে সাইডের দায়িত্বে থাকা মিতিল দাসের উদাসীনতায় কিছু কিছু জায়গায় ঢালাই ঠিকমতো দেওয়া হচ্ছেনা। ফলে রাস্তাটির একপাশে ঢালাই দেওয়া হলেও অপরপাশের অংশগুলো ভেঙ্গে পড়ছে এবং অতি নিম্নমানের সিমেন্ট ও বালিপাথর দিয়ে কাজ করা হচ্ছে বলেও  অভিযোগ করেন এলাকাবাসী। এছাড়া, 2022 সালের আগেই রাস্তাটির সমস্ত অংশ ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সুনাগরিকরা। এদিকে বিরোধী দলের কর্মীরা আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রচারে এই নিম্নমানের রাস্তার কাজটিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরবেন বলে মত প্রকাশ করেছেন বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.