Header Ads

রেল পরিষেবার সমস্যা নিয়ে ডি আর এম- এর সাথে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : রেল পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়ে পরিদর্শনরত ডি আর এম মি: যোগেন্দর এস লাখরার সাথে কাটাখালে গিয়ে সাক্ষাৎ এবং বিশদভাবে আলোচনা করেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতি হাইলাকান্দির এক প্রতিনিধিদল। তারা যাত্রীদের সুবিধার্থে ভৈরবী-শিলচর ট্রেন চালু করা, ভৈরবী-গৌহাটি ট্রেন চালু করা,  শিলচর-ভৈরবী রুটে সপ্তাহে সাতদিনই ট্রেন চালানো, পাঁচগ্ৰামের প্লাটফর্ম উঁচু করা, বক্রিহাওরের ধ্বংসপ্রবন  জায়গা স্থায়ীভাবে মেরামত করা এবং কাটাখালে ট্রেন দাঁড় করানোর সময়সূচি পরিবর্তন করে ৩০ মিনিটের জায়গায় দশ মিনিট করা সহ ট্রেনে টিটিই, আরপিএফ মোতায়েন করা ও ডেমু ট্রেন চালু করা ইত্যাদির দাবি তুলে ধরেন।  তবে উনাদের দাবিতে সম্মতি প্রকাশ করে ডি আর এম, জিএম এর সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন বলে প্রতিনিধিদের আশ্বস্ত করেন বলে জানা গেছে।  প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন রঞ্জিত ঘোষ, ভগবানদাস সারদা, কল্লোল চৌধুরী, পরিমল পাল, সুশীল পাল সহ প্রমুখরা বলে বিশেষ সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.