Header Ads

ত্রিপুরায় সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় সাংবাদিকদের প্ৰতিবাদ

 


 ত্রিপুরায় সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে গণ অবস্হানে  সাংবাদিকরা।

 নয়া ঠাহরের প্রতিবেদন, আগরতলা, ১৫ অক্টোবরঃ
ত্রিপুরার সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিযোগ রাজ্যের সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্-এর। রাজ্যে সাংবাদিকদের ওপর ক্রমবর্দ্ধমান আক্রমণের প্রতিবাদে রাজধানী আগরতলায় বৃহস্পতিবার গণ অবস্থান  করলেন সাংবাদিকরা। সাংবাদিকদের সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এক মাস ধরেই সরব হয়েছেন সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে যাওয়ার বিরুদ্ধে। ১১ সেপ্টেম্বর ত্রিপুরার দক্ষিণ জেলার  সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একাংশ  সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দেন। মুখ্যমন্ত্রীর এই হুমকির পরেই সক্রিয় ভাবে মাঠে নামেন রাজ্যের কর্মরত সাংবাদিকদের এই সংগঠন।

 


 তিনদিনের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্য  প্রত্যাহার করে নেওয়ার আবেদন  জানিয়েছেন সাংবাদিকদের সংগঠনটি।  মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার না করায় বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে- র নেতৃত্বে সাংবাদিকরা ছুটে যান ত্রিপুরার রাজ্যপাল রমেশ কুমার বৈশ্য-র কাছেও। ঘটনা জানিয়ে চিঠি লেখেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া সমেত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের কাছে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে কালো ব্যাজ ধারণ করে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানান সাংবাদিকরা। ১৩ অক্টোবর স্মারকলিপি দেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশকের কাছে। বৃহস্পতিবার  দুই ঘন্টার গণ অবস্থানে সাংবাদিক সংগঠনের সভাপতি  সুবল কুমার  দে- র সভাপতিত্বে  বক্তব্য  পেশ করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংগঠনের আহ্বায়ক শেখর দত্ত, প্রবীণ সাংবাদিক স্রোতরঞ্জন খিসা, বিমান ধর, সমীর পাল, সমীর ধর, পারমিতা লিভিংস্টোন, জয়ন্ত ভট্টাচার্য, সুমন নাগ সমেত রাজ্যের প্রথম সারির সাংবাদিকরা। মুখ্যমন্ত্রীর হুমকির পর থেকেই সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা আরও বেড়ে গেছে বলেও অভিযোগ উঠেছে। তারা এই লড়াইয়ে জয়ী হবেন বলে আশাবাদী। 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.