Header Ads

বজরং দলের পশ্চিম কাছাড় জেলা সমিতি পুনর্গঠন

 


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বজরং দলের পশ্চিম কাছাড় জেলা সমিতির পুনর্গঠন করা হয় রবিবার। সমিতি গঠন উপলক্ষে রবিবার বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা সভাপতি পরেশ চন্দ্র পালের পৌরহিত্যে কালাইন সত্য রঞ্জন কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রদীপ প্রজ্জলন করেন উপস্থিত অতিথিরা। তারপর একে একে একাত্মত মন্ত্র, বিজয় মহামন্ত্র, পরিচয় পর্ব এবং অতিথি বরণ করা হয়। বজরং দলের আদর্শ, লক্ষ্য ও করোনা মহামারির সময় বজরং দল কর্তৃক সমাজে যে সব সেবা কাজ করা হয়েছিল, তা বিস্তারিত তুলে ধরেন বক্তারা। এদিনের সভায় বক্তব্য প্রদান করেন নবনিযুক্ত বজরং দল দক্ষিণ পূর্ব প্রান্তের সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য, বিভাগ সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব সহ অন্যরা। তারপর বিভিন্ন বিষয়ে আলোচনার করে বজরং দল পশ্চিম কাছাড় জেলা সমিতির ঘোষণা করেন পরেশ চন্দ্র পাল। পুনরায় জেলা সংযোজকের দায়িত্বে পেয়েছেন অভিষেক দাস। দুজন সহ সংযোজকের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে নারায়ণ বৈষ্ণব ও সুরজিৎ বৈষ্ণব, মিলন কেন্দ্র প্রমুখ অরূপ দত্ত, ব্যায়ামশালা প্রমুখ প্রীতমজিৎ পাল। গো-রক্ষা প্রমুখ অসিত দাস, বিদ্যার্থী প্রমুখ মধুসূদন দাস ও সুরক্ষা প্রমুখের দায়িত্ব সৌমিত্র দাসকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এরপর অনুপম নাথকে কালাইন প্রখণ্ডের সংযোজকের দায়িত্ব অর্পণ করে আট সদস্য বিশিষ্ট কালাইন প্রখণ্ড শাখা গঠন করা হয়। বজরং দলের জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বহিন্দু পরিষদের কর্মকুঞ্জ বিভাগ সংগঠন মন্ত্রী রতিশ দাস, হাইলাকান্দি নগর সহ-সভাপতি রূপম গুপ্তা, বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা সম্পাদক অশোক কুমার দাস, জেলা প্রচার প্রমুখ শমীন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বজরং দল পশ্চিম কাছাড় জেলা সংযোজক অভিষেক দাস। সব শেষে পূর্ণতা মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে ভিএইচপির সংগঠন মন্ত্রী ও জেলা সভাপতি বলেন, বজরং দল কোনো রাজনৈতিক সংস্থা নয়। তাই বজরঙ্গি ভাইরা যেন কোনো রাজনৈতিক নেতাদের সাথে জড়িত না হন। আগামী নির্বাচনে হিন্দু স্বার্থে যা রাষ্ট্রীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে তাই আমরা করবো। রাজনৈতিক প্রলোভন দিয়ে বজরং দলের ছেলেদেরকে মূল স্রোত থেকে যাতে বিচ্যুতি না করা হয় এজন্য রাজনৈতিক নেতাদের হুঁশিয়ারি দেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.