Header Ads

বোনাসের দাবিতে ধর্নাঃ উত্তাল রেল ট্রেক শ্রমিক ইউনিয়নের

 


বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিভিন্ন দাবি-দাওয়া সহ পূজার বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিহাড়া রেল ট্র্যাক শ্রমিক ইউনিয়নের ধর্নাতে উত্তাল হয়ে পড়ে বিহাড়া রেল ট্র্যাক কংক্রিট প্রোডাকশন প্রাইভেট লিমিটেড কার্যালয়। পূজায় বোনাস বন্ধের কথা শুনে ক্ষুব্দ শ্রমিকরা বুধবার থেকেই ধর্নায় বসে। এতে প্রায় দুই দিন ফ্যাক্টরিতে কোন কাজ হয়নি। বাহির থেকে মাল নিতে আসা লরি গুলোকেও বসে থাকতে হয়েছে ফ্যাক্টরির সামনে। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে সরগরম করে তুলে ধর্না স্থল। ধর্নায় উপস্থিত হন অসম মজুরি শ্রমিক ইউনিয়নের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ধরিত্রী শর্মা। তিনি বলেন, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন বিহাড়া শাখার পক্ষ থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া লেবার কমিশনের কাছে প্রেরণ করা হয়েছে। যেগুলোর সমাধান এখনও হয়নি। তার মধ্যে বর্তমানে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে শ্রমিকরা ফ্যাক্টরি কর্তৃপক্ষের কাছে বোনাসর দাবি জানালে কর্তৃপক্ষ তা অগ্রাহ্য করে দেয়। এতে দুশ্চিন্তায় পড়ে যায় ফ্যাক্টরির শ্রমিকরা। তিনি বলেন ভারত তথা আসামের বিভিন্ন উদ্যোগ-কলকারখানা সহ চা বাগান গুলিতে বোনাসের প্রথা আছে, সেইমতো অনেক কলকারখানা বাগান ইত্যাদিতে বোনাস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি বোনাসের দাবিকে গণতান্ত্রিক দাবি বলে আখ্যায়িত করেন। গতবছরও ফ্যাক্টরি শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত রেখেছিল তাই ক্রুদ্ধ শ্রমিকরা এ বছর বোনাস বন্ধের কথা শুনে সরব হয়েছেন বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে ধরিত্রী শর্মা অভিযোগ করে বলেন ফ্যাক্টরিতে শ্রমিকদের নিরাপত্তা নিয়েও কর্তৃপক্ষ দায়সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ফ্যাক্টরির কাজ খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে যখন তখনই শ্রমিকদের সাথে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু বর্তমানে ফ্যাক্টরিতে ফার্স্ট এইড এর সামগ্রীও পর্যাপ্ত পরিমাণে থাকে না বলে অভিযোগ করেন তিনি। ফ্যাক্টরিতে শ্রমিকরা প্রতিদিনই জীবন বাজি রেখে খুবই ঝুঁকির মধ্যে কাজ করে। তাই কর্তৃপক্ষের কাছে ইউনিয়নের পক্ষ থেকে ধরিত্রী শর্মা শ্রমিকদের সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এসব বিষয় নিয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে ক্যামেরার মুখোমুখি হতে অগ্রাহ্য করেন চন্দন ভট্টাচার্য সহ অন্যরা।

বিহাড়া রেল ট্র্যাক ফ্যাক্টরি কর্তৃপক্ষ প্রথমত শ্রমিকদের বোনাস দিতে না চাইলেও টানা ২৪ ঘন্টা ধর্নার পর কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে শ্রমিকদের বোনাসের দাবি মেনে নিয়েছে বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.