Header Ads

দিল্লিতে গিয়ে ঘাঁটি গেড়েছেন ত্ৰিপুরার বিদ্ৰোহী বিধায়করা, জরুরী তলব পেয়ে দিল্লি ছুটে গেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও

 নয়া ঠাহরের প্রতিবেদন, আগরতলা , ১০ অক্টোবর - সিংহাসন টলমল ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব  কুমার দেবের। বিদ্রোহী বিধায়ক প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন, দলের দাপুটে নেতা বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা গিয়ে ঘাঁটি গেড়েছেন দিল্লীতে। দলের ত্রিপুরা প্রভারী সুনীল দেওধর  ও আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে বিপ্লব দেবের  বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী বদলের দাবি জানাতে পারেন বলে অনুমান করছেন ত্রিপুরার একাংশ রাজনৈতিক বিশ্লেষক।

 সিংহাসন টলমল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রী বদলের দাবিতে দিল্লিতে বিদ্রোহী বিধায়করা, ধারনা ত্ৰিপুরার একাংশ রাজনৈতিক মহলের।

শনিবার জরুরী তলব পেয়ে দিল্লি ছুটে গেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় বিজেপির আসন ৩৬। সহযোগী আইপিএফটির ৮। বিরোধী সিপিআইএমের আসন সংখ্যা  ১৬। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৯ জন বিধায়ক দিল্লি গিয়ে পৌঁছেছেন। তাঁদের সঙ্গে অন্তত ২১ জন বিধায়কের সমর্থন রয়েছে বলেও শোনা যাচ্ছে। বিদ্রোহী অন্য বিধায়কদের দিল্লি যাত্রা ঠেকাতে শুক্রবার রাতে এক মহিলা বিধায়িকার বাড়িতে হামলা হয়েছে বলেও খবর। বাধ্য হয়ে শনিবার তিনি দিল্লি  যাত্রা বাতিল করে দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব শনিবার হঠাৎ করেই সরকারি নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবেন বলে নিজের ফেসবুক পেজের দেওয়ালে লিখেছেন। মুখ্যমন্ত্রীর স্ত্রী একজন ব্যাংক কর্মচারী হয়েও সরকারি গাড়ি নিরাপত্তা রক্ষী সঙ্গে  নিয়ে ঘোরাঘুরি  করার বিষয়টি শুরু থেকেই ভাল চোখে দেখেননি ত্রিপুরার মানুষ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্ৰী পাঞ্চালী ভট্টাচার্য  বছরের পর বছর রিকশায় বাজারে যাতায়াত করতে দেখেছেন মানুষ। মুখ্যমন্ত্রীর গদি টলমল হয়ে যাওয়ায় সমালোচনার ভয়েই কি মুখ্যমন্ত্রীর স্ত্রী সরকারি নিরাপত্তা রক্ষী ছাড়তে চাইছেন? বিষয়টি নিয়ে প্ৰশ্ন উঠেছে। কোন দিকে গড়াচ্ছে ত্রিপুরার রাজনীতি এটা জানতে বর্তমানে সকলের চোখ কান এখন দিল্লির দিকে।

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.