Header Ads

অসমীয়া জাতি কি এতই দুর্বল, এক আরবি ভাষার ব্যানারে শেষ হয়ে যাবে, প্রশ্ন বদরুদ্দিন আজমলের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : সামান্য এক আরবি ভাষার ব্যানার নিয়ে এত হুলস্থূল কেন? অসমীয়া ভাষার মধ্যে। লক্ষ লক্ষ আরবি শব্দ ঢুকে আছে, অসমীয়া ভাষা, অসমীয়া জাতি কি এতই দুর্বল, আরবি ভাষায় এক ব্যানারের জন্য শেষ হয়ে যাবে?  আজ এ আই ইউ ডি এফ দলের প্রধান বদরুদ্দিন আজমল এই প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, এখানে আরবি ভাষার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে, অথচ সারা পৃথিবীতে আরবি ভাষা চলছে। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালের মত আজও আরবি ভাষার ব্যানার নিয়ে সরব ছিলেন। তিনি রাজ্যের বুদ্ধিজীবীদের বিরুদ্ধে আঙুল তুলে বলেন, তারা পরদেশী ভাষার ব্যানার নিয়ে প্রতিবাদ করলেন না, বাংলাভাষার হলে প্রতিবাদ করতেন। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানান, নভেম্বর মাস থেকে রাজ্যের সরকারি মাদ্রাসাগুলো তুলে দেওয়া হবে। তাকে প্রায় চ্যালেঞ্জ দিয়ে বদরুদ্দিন বলেছেন, তারা জোট সরকার গড়ে তুলে পুনরায় মাদ্রাসা বিদ্যালয় চালু করবে। তা বন্ধ করতে দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.