Header Ads

অসম পুলিশে এস আই দুর্নীতির নায়ক পি কে দত্ত গ্রেফতার

 
ছবি ,সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর, গুয়াহাটিঃ অসমের পুলিশের এস আই পদের পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস করে প্রাক্তন ডি আই জি পি কে দত্ত এবং বিজেপি যুব নেতা দিবন ডেকা লাখ লাখ টাকা তুলেছিল, এই গুরুতর অভিযোগে দিবন আগেই গ্রেফতার হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার নেপাল সীমান্ত থেকে পি কে দত্ত কে বেঙ্গল পুলিশ গ্রেফতার করে বলে সংবাদ সূত্রে জানা গেছে। পি কে দত্ত দুই পুত্রকে সঙ্গে নিয়ে নেপালে গিয়ে  লুকিয়ে ছিলেন। নেপাল সরকার আপত্তি জানায়, সে বাংলাদেশে চলে যাবার উদ্দেশে বাংলা নেপাল সীমান্তে শিলিগুড়ির কাছে কাঁকরভিটাতে অপেক্ষা করছিল। পশ্চিমবঙ্গের সীমান্ত পুলিশ তাদের গ্রেফতার করে  অসম পুলিশকে খবর দেয়। এর আগে অসম পুলিশ শিলিগুড়ির এক হোটেল তল্লাশি  করেছিলেন। এবার অসম পুলিশ দুই প্রধান অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে সব দুর্নীতির  তল খোঁজার চেষ্টা করবে।
 
 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.