Header Ads

মেঘালয়ে বাঙালিদের ওপর অত্যাচার

 

নয়া ঠাহর, শিলংঃ মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ইছামতি, ভোলাগঞ্জ প্রভৃতি অঞ্চলে  বহু বছর ধরে বসবাসকারি বাঙালিদের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে। ব্যবসাপত্র সব বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে স্মারক পত্র পাঠানো হয়েছে। তারপরেও মেঘালয়ে দীর্ঘদিন ধরে বসবাসকারি বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ হয় নি, এই অভিযোগ তুলেছেন রাজ্যের ‘আমরা বাঙালি’  সংগঠনের প্রধান সাধন পুরকায়স্থ। তিনি শিলচর থেকে বলেন আগামিকাল অর্থাৎ বুধবার শিলচরে ক্ষুদিরামের প্রতিমূর্তির কাছে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে কাজ না হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.