Header Ads

পশ্চিমবঙ্গে বিজেপি- তৃনমূল কাজিয়া

পশ্চিমবঙ্গের  তৃণমূল  কংগ্রেস  বিজেপি  কাজিয়া  নির্বাচন পর্য্যন্ত চলবে,বিজেপি নেতা মনীশ শুক্ল হত্যা কাণ্ডে নতুন মোড় নিয়েছে। সরকার পূজা কমিটি আর পাড়ার ক্লাবগুলো কে যে হারে টাকা ঢেলে দিয়েছে,পুলিশ থানা গুলিও টাকা বিলাচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে,তাই নির্বাচনে  ছাপ্পা ভোট  অনিবার্য, বিজেপি পাত্তাই পাবে না বলে সাধারণ মানুষের বিশ্বাস, সাধারণ ছা পোষা কলকাতার  মানুষ  কোনো ঝুঁকি নেয় না,প্রতিবাদ করে না। একমাত্র রাজ্যপাল একাই লড়ে যাচ্ছেন,আর কতদিন লড়বেন। বিজেপি র শেষ অস্ত্র  সারদা,নারদা, নির্বাচনের আগেই সিবি আই খাতা  খুলবে।সারদার প্রধান সুদীপ্ত সেন মুখ খুললে তৃণমূল কংগ্রেসের  বহু নেতার   মুখোশ খুলে যাবে, তাকে জেলে পুরে রাখতে  তৃণমূল  সর্বশক্তি  নিয়োগ করবে,যেমন রাজীব কুমার কে  বাঁচিয়ে গেছে।   নির্বাচন আগে পর্যন্ত কাজিয়া চলবে,হত্যা ধর্ষণ,  অশান্তি চলবে,সাধারণ মানুষের নিরাপত্তা  থাকবে না,ভোট দিতে  যাওয়ার ঝুঁকি নেবে না  কেউ, ছাপ্পা ভোট  চলবে। কলকাতার সাধারণ মানুষের সঙ্গে  কথা বলে এই সারমর্ম উঠে   এসেছে।   বিজেপি র রাহুল সিনহা দলের জন্যে ভাল কাজ করা সত্ত্বেও তাকে সরিয়ে দেওয়া হল,  ফলে বিজেপি দলের  অভ্যন্তরে  গোষ্ঠী দ্বন্দ চলেছে, বামদল ,কংগ্রেস জোট বাঁধতে পারবে কিনা সন্দেহ আছে।এই রাজনীতিক পরিস্থিতিতে   তৃণমূল কংগ্রেস আবার নবান্নে  বসবে,তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তন  ঘটছে আজ কলম  ধরে অদূর ভবিষ্যতের রাজনীতির বার্তা দেওয়া   সোজা কথা নয়।নির্বাচন যত এগোবে ততই পরিস্থিতি উত্তপ্ত হবে ,আজ মঙ্গলবার বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য র গাড়ি ভাঙচুর করা হয়। একদল দুষ্কৃতী  প্রধানমন্ত্রীকে গালিগালাজ  করে ,গাড়িতে হামলা  করে বলে  অভিযোগ করা হয়েছে।রাজ্যে ভয় ও আতংকের পরিবেশ  সৃষ্টির চেষ্টা চলছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.