Header Ads

পদ মর্যাদা, পদবি বাদ বিচার না করে অপরাধীকে গ্রেফতার করার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তদন্তে সুফল মিলছে : ভাস্করজ্যোতি মহন্ত

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : পুলিশের এস আই পদের লিখিত পরীক্ষার দুর্নীতির তদন্তে কোনো মানুষের পদ মর্যাদা, পদবি দেখে বাদ বিচার না করার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সঠিকভাবে তদন্ত চলছে কোনো অপরাধীকে রেহাই দেওয়ার প্রশ্নই উঠছে না। আজ রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেনতিনি বলেন, এই তদন্তে তিনটি জেলা থেকে কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিজিপি বলেন, টি এফ আই আর রুজু করা হয়েছে বহু আপত্তিকর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছেডিজিটাল নথিও উদ্ধার করা হয়েছে। আজকের সাংবাদিক সম্মেলনে ডিজিপি ও এস এল পি আর বি-র চেয়ারম্যান ভাস্করজ্যোতি মহন্ত, এডিজিপি জি পি সিং, আই জি পি সি আই ডি সুরেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। রুবল হাজরিকা, সরোজ শর্মা প্রমুখ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে প্রদীপ মজুমদার নামে এক রেলকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সরোজ শর্মার ব্যবহৃত গাড়িতে এক টি ভি চ্যানেলের স্টিকার লাগানো ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাক্তন ডিজিপি পি কে দত্ত ও দিবন ডেকাকে জেরা করে সি আই ডি এবং ক্রাইম ব্রাঞ্চ বহু বিস্ফোরক তথ্য পেয়েছে। বরাকের এক পুলিশ অফিসার সহ রাজনৈতিক নেতা জড়িয়ে থাকার অভিযোগ পাওয়া গেছে। সরকার শেষ পর্যন্ত এস আই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.