Header Ads

আসছে একুশ অক্টোবরকে সামনে রেখে নাগরিক সভা অনুষ্ঠিত হাইলাকান্দিতে


জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : গত 1943 সালের 21 শে অক্টোবর, ঐতিহাসিক যে দিনটিতে আজাদ হিন্দ বাহিনীর জাতীয় সরকারের প্রধানমন্ত্রীরূপে নেতাজী সুভাষচন্দ্র বসু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, সেই ঐতিহাসিক দিনটি আগামী 21 অক্টোবর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার মহৎ উদ্দেশ্য নিয়ে আজ হাইলাকান্দি শহরের চৌরঙ্গী সংলগ্ন জে.সি. পয়েন্টে এক মহতী নাগরিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ প্রমোদ চন্দ্র নাথ। এছাড়াও সভায় শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর, বিপ্লবী, তথা মহান  দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ অখণ্ড ভারতের গঠিত প্রথম স্বাধীন সরকার ও তার প্রধানমন্ত্রী নেতাজী সুভাষচন্দ্র বসু ঐতিহাসিক 21 শে অক্টোবর, 1943 ইং সালে প্রথম প্রধানমন্ত্রীরূপে জাতীয় সরকার গঠন করে জাতীয় পতাকা উত্তোলন করেন। তাই সেই দিনটিকে কেন্দ্র করে আগামী 21 শে অক্টোবর, যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্যেশ্যে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয় বলে জানা গেছে।  এরমধ্যে রয়েছে, সকাল আটটায় শহরের নেতাজী চৌরঙ্গীতে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজী মূর্তিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পণ। এবং সেইদিন প্রত্যেকের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করার জন্য বিনম্র আবেদন জানানো হয়। এই মহতী সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেমাংশু শেখর পাল, প্রদীপজ্যোতি শর্মা, হীরালাল দেবনাথ, রঞ্জিত ঘোষ, সুশীল পাল সহ অন্যান্যরা বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.