Header Ads

ফের ক্ষমতায় এলে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ী হলে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের নিরাপত্তার বিষয়টি আরও সুনিশ্চিত করলেন। সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমে কোনও ছেলে নিজের পরিচয় ও ধর্ম গোপন করে বিয়ে করলে অথবা আমাদের মেয়ে ও বোনদের সম্পর্কে কোনও খারাপ কথা বললে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। অর্থাৎ কোনওভাবেই লাভ জিহাদ বরদাস্ত করা হবে না। বহু মুসলিম ছেলে নিজেদের নাম, পরিচয় গোপন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসমের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলছে। এতে পরবর্তীকালে সমস্যায় পড়ছেন অসমের মেয়েরা। এদিন মন্ত্রী হিমন্ত বলেন, “এই সমস্যা আমাদের সমাধান করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় বিপদ আমাদের মেয়েদের জন্য অপেক্ষা করছে। তিনি আরও বলেন, ‘‘যদি সমস্ত মানুষ জোটবদ্ধ না হন তাহলে সমাজকে বাঁচানো যাবে না। যদি ৬৫ শতাংশ মানুষ আজমলদের এই সংস্কৃতি-সভ্যতার চক্রান্তের বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে অসমের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না।’’ তাঁর আরও দাবি, বিজেপি এখানে হেরে গেলে ১৫ বছরের মধ্যে অসম আর বসবাসের যোগ্য থাকবে না।

এআইইউডিএফ  প্রধান বদরুদ্দিন আজমলকে সরাসরি আক্রমণ করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ফের ক্ষমতায় এলে আজমলস আর্মির কেউ কোনও মেয়েদের স্পর্শ করতে পারবে না। করলেই তাঁদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। প্রসঙ্গত, ২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে অসমের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মোট ১২৬টি আসনে হবে অসমের নির্বাচন হবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.