Header Ads

প্ৰসঙ্গ, অসম পুলিশে এস আই দুর্নীতি, বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করলেন কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈ

 

ছবি, সৌঃ আন্তর্জাল

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, গুয়াহাটিঃ অসম পুলিশের এসআই নিযুক্তির বাছাই পরীক্ষায় প্ৰশ্নপত্ৰ লিক হওয়ার ঘটনার মূল পাণ্ডা পি কে দত্তের গ্ৰেফতার সম্পর্কে মঙ্গলবার প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈ বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেন- সব কিছুই নাটক হচ্ছে। দিবন ডেকাকে পুলিশ গ্ৰেফতার করেছে তাঁর কাছ থেকে পুলিশ আজ অবধি কী তথ্য বেড় করতে পেরেছে, প্ৰশ্ন তুলেছেন তিনি। যারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তারা বিজেপিতে আশ্ৰয় পায়, তারপর কিছুদিন পর তারাও হিরো হয়ে যায়।


গৌরব আরও বলেন- পি কে দত্ত যখন অসমে ছিলেন তখনও তিনি কারও হাতের রিমোট কন্ট্ৰোলে ছিলেন। এই দুর্নীতির সিবিআই তদন্ত অবশ্যই হওয়া উচিত, একমাত্ৰ তখনই আসল সত্য প্ৰাকাশ্যে আসবে। প্ৰসঙ্গত, এস আই দুর্নীতির অন্যতম পাণ্ডা দিবন ডেকাকে মঙ্গলবার আদালতে হাজির করানো হয়েছিল। আদালত তাকে ৬ দিনের সি আই ডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশি জেরায় দিবন ডেকা বহু বাঘা বাঘা ব্যক্তির নাম উল্লেখ করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.