Header Ads

সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক কনস্টেবলের

 


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গরু পাচারকারীদের ধরতে গিয়ে প্রাণ গেল অসম পুলিশ বাহিনীর এক কনস্টেবলের। পুলিশ সূত্রে জানা গেছে, মানকাচরে কুকুরমারা চর এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্তে গরু পাচার হচ্ছে জানতে পেরে পুলিশ সেখানে গতকাল রাতে অভিযান চালায়।

রাত পৌনে ২টা নাগাদ তাঁরা গরু পাচারকারীদের দেখতে পেয়ে তাড়া করেন। দলে ছিলেন কনস্টেবল প্রাণজিৎ রায়, মেধি তিমুং, দিলদার হুসেন, রবেন দাস। পুকুরে নেমে পাচারকারীদের ধরার চেষ্টার করার সময়ই পা পিছলে গভীর জলে ডুবে যান ২৬ নম্বর অসম পুলিশ রিজার্ভ ব্যাটালিয়নের জওয়ান রবেন দাস। পরে তাঁর দেহ উদ্ধার করে ঘাজারিরান্দি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পরে তাঁর দেহ বরপেটা জেলার সর্থেবাড়ি এলাকায় হাথিনাপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত নিজে পরিবারের সঙ্গে কথা বলে সহানুভূতি জানিয়েছেন।

ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেন, কর্তব্যের খাতিরে রবেন দাসের প্রাণত্যাগ অসম পুলিশের কর্তব্য পরায়ণতার প্রকৃষ্ট উদাহরণ। মুখ্যমন্ত্রী শিল্প ও পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিকে প্রয়াত জওয়ানের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাতে বলেন। 

নিহত জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে যে কোনও পাচার, বেআইনি কাজ রুখতে অসম সরকার বদ্ধপরিকর। অসম পুলিশ সীমান্তে নজরদারি কড়া করেছে। বিশেষ করে সীমান্তে গরু পাচারকারীদের দৌরাত্ম বন্ধ করতে ধরপাকড় বাড়ানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.